আমি যে আমারেই খুঁজি…

রিমি রুম্মান ২ নভেম্বর ২০১৪, রবিবার, ০৯:২৩:০৩পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

প্রথম এদেশে এসে দূর সম্পর্কের এক আত্মীয়ের বাসায় উঠি অস্থায়ীভাবে। বাড়তি রুম না থাকায় আমি ঘুমাই ড্রয়িং রুমের ফ্লোরে, সবাই ঘুমিয়ে গেলে। আবার সবাই উঠবার আগেই উঠে পড়ি বিছানা পত্র গুছিয়ে, যাতে পরিবারটির কোন সমস্যা না হয় কিংবা আমায় অনাবশ্যক ঝামেলা মনে না করে। কিন্তু মাঝে মধ্যেই এর ব্যতিক্রম হয়ে যেতো। অনেক রাত অবধি গৃহকত্রী'র সাথে সেলাইয়ের কাজ করলে খুব ভোরে কেমন করে উঠি ! একদিন তিনি রেগে গেলেন। বললেন, "এভাবে ঘুমিয়ে থাকলে তো সমস্যা"। অসহায় আমি সমস্তদিন-রাত্রি লজ্জায় হেট হয়ে থাকি। অনুতাপে নিজেই নিজেকে ভৎসনা করি... কেন আজ ঘুম ভাঙতে বেলা হয়ে গেলো ! নতুন জায়গা, নতুন মানুষজন... যেন অথৈ সাগরে হাবুডুবু খাওয়া ! প্রতিটি মুহূর্তই চৈত্রের খরার মতই নিঃশব্দে পোড়ায়, আমায় ! প্রচণ্ড গরমে ঘেমে নেয়ে একাকার, তবুও ফ্যান কিংবা এসি টাচ করিনা সংকোচে। কিন্তু আচ্‌মকা এক সন্ধ্যায় গৃহকত্রী রেগে গেলেন। এসি অন কেন ! আমি রাজ্যের বিস্ময়ে চেয়ে থাকি। যদিও আমি তা করিনি, তবুও লজ্জায় সংকোচে আড়ষ্ট হয়ে মাটির সাথে মিশে যেতে থাকি...

অনেক বছর বাদে, এখন___

কাছের-দুরের আত্মীয়-অনাত্মীয়...যারা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এদেশে আসেন, তারা স্বল্পকালীন আমার বাড়ীতে আশ্রয় নেন। মোটামুটি চলার মতো একটি জব পেলে বাসা ঠিক করে চলেও যান। রুম সংকটের কারনে, সেই স্বল্পকালীন সময়ে আমার ড্রয়িংরুমটিই তাদের একমাত্র ভরসা। খুব ভোরে আলো না জ্বেলে, আধো অন্ধকারে ছেলেকে খাইয়ে, রেডি করে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাই সন্তর্পণে। ফিরে এসে নিঃশব্দে দরজা বন্ধ করি, তাদের যেন ঘুম ভেঙ্গে না যায়। এসি, ফ্যান কিংবা হিট ঠিকঠাক ভাবে চলছে কিনা দেখি। কোন কারনে কেউ সংকোচ বোধ করছে কিনা... লজ্জিত হচ্ছে কিনা__ ভাবনায় থাকি।

আমি যে তাহাদের মাঝে আমারেই খুঁজি ...
কারো জন্যে কিছু করবার সুযোগ বারেবারে আসেনা
এটা আমরা ক'জন বুঝি ?

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ