আমি ভালো নেই!

তৌহিদুল ইসলাম ৭ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ০৯:০৪:৪৫অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

আমি ভালো নেই!
বিজন মরুভূমির রুক্ষতার কাঁটাতারে রক্তাতিসার মনের গহীনে উদ্বেলিত চিন্তারা আষ্টেপৃষ্ঠে গ্রহণ করেছে বন্দিত্বের স্বাদ। কানে বাজে শুষ্ক কন্ঠে নন্দিনীর প্রেমাসক্ত বন্দনা।

আমি ভালো নেই!
অস্পৃশ্য বন্দনায় নিশুতি রাতের আঁধারে কানেআসা অমোঘ সত্যের হাতছানিতে বুক কেঁপে ওঠে আজ। সময় কি তবে ঘনিয়ে এলো! অগ্নিদাহ কায়া যে বড্ড লোভাতুর।

আমি ভালো নেই!
পারাপারের রঙিন মেলায় ফানুশ ওড়ানো সুতো ছিড়ে ছিটকে আসা নাটাইয়ের ভবের মেলা সাঙ্গ হলো তবে! সঙ্গী হবে আছে কি কেউ? আকাশে বাতাসে নিস্ফল আর্তনাদ।

আমি ভালো নেই!
নির্বাক নিস্তব্ধতায় ঝিঁঝিঁ পোকার ডাকে অনুভূত অমানিশার পথে বিজন সারথি দাঁড়িয়ে বলে- এসো বাছা! কাছে এসো। নিযুত যে জীবন সেটাইতো শেষ পরিণতি। ফিরে আসা হয়তো হবেনা আমার।

আমি ভালো নেই!
যদি পারো, ভালোবাসার বেড়াজাল ছিন্ন করে বিদায় দিও গোধূলিবেলায়। জ্বলজ্বলে শুকতারাকে অন্তত একবার জিজ্ঞেস করো- কেমন আছি আমি? অনুভবনীয় ইশারায় খুঁজে নিও উত্তর।

আমি ভালো নেই!
মেঘমাল্যরের প্রাচীর ভেদ করে আসা সোনালী আলোকছটায় অবগাহনপর্বের সমাপ্তিতেই সূচিত হয়েছে নতুনত্বের জয়গান। তাইতো হাততালিতে নয়, অশ্রুসিক্ত বাতায়নবর্তিনী কাব্যে লিখে রাখছি কথকতার কবিতা।

হে পৃথিবীর মানুষ!
সত্যি বলছি, তোমাদের ছেড়ে চলে যাবার অস্থির চিন্তায় আমি মোটেও ভালো নেই।

(লেখার ছবি- আমারই)

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ