আমি বলছি তার কথা
সকালের আকাশে নির্ভয়ে জেগে ওঠা রক্তিম সূর্য সে
কোমলতার প্রতিমূর্তি ।
বার বার হাজার বার তাকালেও
চোখ তখন বিদ্রোহ করে না
সদ্য বিবাহিতা স্ত্রীর মত ফিসফিসিয়ে বলে না
আমার কষ্ট হচ্ছে।

আমি বলছি সকালের সূর্যের কথা
নির্জন ছায়াবীথী বা টুনটুনি পাখির
দুষ্টুমি ভরা ডাকের মত যে উপভোগ্য।

সূর্য তুমি সকালের সূর্য হয়েই থাক,
আমি তোমার দিপ্তিময়তা দেখতে চাই।
আঁধারের দেয়াল ভেঙে উদিত হওয়া শিখতে চাই ।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ