উইপোকার ঢিবে,
যতটুকু গেছে যাক!
কলাপাতার কোরক পাতায়,
যেটুকু কুকড়ে পড়ে আছে,
সেইটুকু আমার শেষ সম্বল!
নইলে ,
আমি মানবজাতি থেকে বাদ!

অকালে কোকিল ডাকলে,
শুধু ভয় হয়,
আমার ডিম,
তার বাসা হারাবে না তো!

তুমি আমার গালে,
আগ বাড়িয়ে চুমু খাচ্ছো,
সন্দেহ হয়!
শতাব্দীর প্রাচীন,
কোহিনুর গেছে যাক!
আমার 'তাজ',
মমতাজ হারাবে না তো!

তোমারা দেখি বেশ ,
আমার ভাই এর লহুর তৈরি,
মুখোশ পরে বেশ
হাকো আর ডাকো!
আমার সব্বাই,
জীবে প্রেম চাই!

আর আমি ভয়ে কুকড়ে
শীতের আলতো রোদের
বিড়ালছানা!
আমার শেষ সম্বলটুকু,
ঘুন পোকা খাবে না তো!

আমার শেষ সম্বলটুকুই
সম্বল!
যার জন্য মানুষ না খেয়ে
হাজার বছর বাঁচতে পারে,
সমুদ্র মন্থনে বিষ
খেতে পারে,
যার জন্য মধ্যযুগ থেকে
এতো বিপ্লব!

@ বাড়ি,
তারিখ-১৪/১০/২০১২
সময়- ৯ ঃ ৪৭ সকাল

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ