আমার প্রেম

খাদিজাতুল কুবরা ১৫ নভেম্বর ২০২০, রবিবার, ০৩:৪৭:০৩অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

 

এই কি সেই  প্রেম!
যারে আমি নিজের হাতে.....
না, না আমি খুন করিনি!মূলত পারিনি।
বলতে পারো কেউ?
বুকের পিঞ্জরে কার পদধ্বনি শুনি!
খাঁচার খিল খুলতে কার আকুলিবিকুলি!
পোষা ময়না ও তো ছেড়ে যায় নাকি?
সাধে কি আর বন্দি করেছিনু তোরে প্রাণপাখি!
তুই কি জানিস না?
কার তরে বুকের ভেতর উথলে ওঠে ঢেউ!
সেই ঢেউ ভাসিয়ে নেয় সংযমের সব বাঁধ,
ভেঙে দেয় একা থাকার সমস্ত প্রতিরোধ।
চাইলেই কি ভোলা যায় প্রেম!
প্রেম তো  মনের আয়নায় এসে দাঁড়ায়,
ধূলিমাখা তানপুরাটায়  সুর তুলে বিষাদ জাগায়,
হোক বিষাদ তবুও প্রেম!
অরুণের তরুণী প্রেম বেলা পড়ে এলেই কি ভ্রম!
কস্মিনকালেও নয়,
সে যে তুলে রাখা নিপাট প্রিয় শাড়িটির মতোন,
যার ন্যাপথলিনের গন্ধটাও অতি প্রিয়!
সেই তো বিষন্ন অনুভব হলেও প্রেম!
তাই তো তোকে চোখে চোখে রাখি,
নিভৃতের অশ্রু ফোঁটাটি তো তুই,
মুখের হাসির ক্ষীণরেখাটি ও তুই।
তোকে নিয়ে সাজাই কল্পরাজ্যে গল্পের ডালি,
তুই যে আমার আঁধার কুঠুরিতে চাঁদের ফালি।

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ