আমার ঘাসবুক সমগ্র।

রিতু জাহান ৬ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার, ০৮:২৭:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৪ মন্তব্য

আমার ঘাসবুক।
না, আজ আর কোনো অধিকারে মন কাঁদে না।
এ এক একার অধিকার চাইতে চাইতে,
আজ সে সত্যিই জড়ো।
এ জড়ো তাই নড়ে না চড়ে না,
কোনো অধিকারের অনুভূতি তাকে আর নাড়া দিয়ে ওঠে না।
আজ এ অধিকার না চাওয়াতে,
না দেওয়াতে ভেবো না অন্য কোথাও
এ জড়ের প্রাণ সেজেছে।
কতোটা আঘাতে একটা প্রাণ জড়ো হয়,
বলতে পার?
যে জড়ে মোর প্রাণ ছিল,
তার কবরে আজ এক কৃষ্ণচূড়া।
এক একটি অপেক্ষার প্রহরে মৃত্যু যে শিউলীর
তাতে কোনো অহংকারের জন্ম হবে না।
আজ এ কবরের বুকে আমারই অহংকারে ফুটে উঠবে, এক ঘাসবুক।
সে ঘাসবুকে নতুন যে শিশির বিন্দু,
তাতে যদি আলো না পড়ে, কোনো ক্ষতি নেই
আমার অন্ধকার কবরেও তাকে অনুভবে স্পর্শ করে যাব।
ঘাসবুকের শীতলায় এসে, জোনাক তার আলো নেভাতে ভুলে যাবে,
আমার সে অন্ধকার কবরেও সে আলোয়
ঘাসবুকের পবিত্র মুখখানি দেখে নিব।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
মৌনতা রিতু।
৬/৪/১৭.
বিঃদ্রঃ শুন্যের কবিতার সাথে মিলিয়ে শব্দ মেলানো।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ