আমার উক্তি সমগ্র ১ ।

সঞ্জয় কুমার ১৭ নভেম্বর ২০১৪, সোমবার, ০৩:০০:১৩অপরাহ্ন একান্ত অনুভূতি ১৯ মন্তব্য

১) মানুষ লাভ ছাড়া কোন কাজ করে না ।

কদাচিৎ ভাল কাজ করে তাও আবার স্বর্গের লোভে বা নরকের ভয়ে ।

মন থেকে নয় ।

২) প্রাচীনকালে মানুষ পশুর সাথে বসবাস করত ।

এরপর মানুষ আগুন জ্বালানো শিখল , প্রথমে বন্য পশুদের মানুষ ভয় পেত । এরপর পশুদের বশ করে তাদের কাজে লাগাতে শিখল ।

কিন্তু আপসোস এত বছর পরও আজও মানুষ নিজের মনের পশুকে বশ করতে পারল না ।

বরং দিনকে দিন পশুগুলো আরও হিংস্র হচ্ছে ।

৩) পৃথিবীতে একমাত্র বোকারাই স্বার্থপর নয় ।

প্রতিটি চালাক মানুষ মাত্রই স্বার্থপর ।

৪) ব্যাপারটা অদ্ভুত হলেও সত্যি ।

বেশিরভাগ মানুষ নিজেকে দুঃখী ভাবতেই বেশী পছন্দ করে ।

অথচ সবাই সুখী হতে চায় ।

৫) বিয়ের বাজারে সাদা চামড়া আর টাকার কদর বেশী ।

ছেলেরা বিয়ের সময় সাদা চামড়ার বউ ,
আর মেয়েরা টাকা ওয়ালা স্বামী চায় ।

মনের খোঁজ কেউ করেনা ।

নগদে যা পাওয়া সেটাই আসল ।
লাভের খাতায় শূন্য । ।

৬) শাসক আর শোষক একটা আরেকটির সমার্থক শব্দ ।

৭) তারাই ভাগ্যে বিশ্বাস করে যাদের ভাগ্য গড়ার ক্ষমতা নেই ।

৮) কালো মেয়েরা সব সময় একটা আত্ম অপরাধে ভোগে ।

যেন বিধাতা তাঁর সাথে মস্ত বড় একটা অবিচার করেছেন ।

৯) বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর । ।

ভাগ্য ভাল ডাল্টন সাহেব তাঁর পরামাণুবাদ তত্ব নিয়ে এমন মন্তব্য করেন নি ।

১০) কিছু মেয়েরা আজীবন গৃহপালিত থেকে যায় ।

তাঁরা জানতেও পারে না ঘরের বাইরের পৃথিবী টা কতটা নির্মম কতটা স্বার্থপর ।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ