আমারও ইচ্ছে করে

সুরাইয়া পারভীন ১৯ অক্টোবর ২০২০, সোমবার, ০৯:১৫:১৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য
  1. আমারও ইচ্ছে করে,
    খুব ইচ্ছে করে মন খারাপের গল্প গুলো-
    জীবনের খেরোখাতায় লিখে রাখতে।
    আমারও ইচ্ছে করে,
    খুব ইচ্ছে করে কষ্ট পেলে কাউকে ডেকে-
    বলতে জানো, আমার ভীষণ কষ্ট হচ্ছে।
    আমারও ইচ্ছে করে,
    খুব চ্ছে করে প্রিয়জনের বুকে মাথা রেখে-
    বাঁধ ভাঙা কান্নার সাথে কষ্ট গুলো ধুয়ে ফেলতে।
    আমারও ইচ্ছে করে,
    ছাদে গিয়ে প্রিয়জনের কাঁধে মাথা রেখে-
    জ্যোৎস্নার রূপোলী আলোয় স্নান করতে।
    আমারও ইচ্ছে করে,
    খুব ইচ্ছে করে প্রিয়জনের হাতে হাত-
    রেখে আষাঢ়/শ্রাবণের ঝুম বৃষ্টিতে ভিজতে।
    আমারও ইচ্ছে করে,
    খুব ইচ্ছে করে চা/কফি হাতে বন্ধুদের-
    সাথে বৈকালিক আড্ডায় মেতে উঠতে।
    আমারও ইচ্ছে করে,
    খুব ইচ্ছে করে গোধূলি বেলায়-
    ক্লান্ত পাখিদের নীড়ে ফেরা দেখতে।
    আমারও ইচ্ছে করে,
    খুব ইচ্ছে করে ঘোর সন্ধ্যায় জোনাক-
    জ্বলা আলোর মিছিলে সহযাত্রী হতে।
    আমরও ইচ্ছে করে,
    খুব ইচ্ছে করে শুনসান নিরব-
    রাতে ঝিঁঝিঁ পোকাদের ডাক শুনতে।
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ