আমরা দু’জন

শামীনুল হক হীরা ৬ মার্চ ২০২১, শনিবার, ১১:১৭:৪৪পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

তুমি আমার স্বপ্ন কন্যা বুকে বাঁধলে ঘর,
বুক থেকে প্রাণ বেরিয়ে গেলেও-
                          ভাববনা তবু পর।
পাশে থাকলে সুখের স্বর্গ গড়ব দুজন মিলে,
এক সাথে মিশে হারিয়ে যাব-
                              ঐ আকাশ নীলে।
তুমি আমার প্রেম দরিয়া মন উত্তালের ঢেউ,
পাশে থাকব সারাজীবন জানবেনাতো কেউ।
পাখি হয়ে উড়ব মোরা মন পবনের সাথে,
সুখের নীড়ে প্রাণ মাতাবো-
                       আঁধার জোৎস্না রাতে।
ভোরে মোরা পড়ব ঝরে স্নিগ্ধ শিশির হয়ে,
সবুজ ঘাসও ধন্য হবে মোদের পরশ লয়ে।
কিছুক্ষণ পর মিশে যাব সূর্য রশ্নির সাথে,
এতেই যদি সুখ পাওয়া যায়-
                        দুঃখ কিসের তাতে।
দু'জনার সারাটিজীবন কাটবে একসাথে,
মোদের সবাই খুঁজে পাবে ভালবাসাতে।
হব নাকো পর মোরা যতই ঝড় আসে,
কথা দিলাম মরণ এলেও-
                      থাকব দুজন পাশে।
এক সাথেই মরব দুজন সকল স্বপ্ন এঁকে,
সকল মানুষ অবাক হবে এই দৃশ্য দেখে।
পরকালেও বাসব ভাল করে যাব পণ,
এই দুনিয়ায় ইতিহাস হব আমরা দু'জন।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ