আপন ঠিকানা

আতা স্বপন ১৭ এপ্রিল ২০২০, শুক্রবার, ১০:২৬:২৬অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য

আমার কবরে আমি যাব
তোমার কবরে তুমি
তবে কেন সন্ত্রাস করে
বিশ্বটা রনভুমি

নেতা ফেতা এসেছে একা
যাবে চলে একা
কি কাজে আসবে তখন
দূর্নিতি করা টাকা।

শুধুই কেন ঘুরা বল
ভন্ড নেতার পিছে
একা এলে একা যাবে
সময় নষ্ট মিছে।

সাথে যাবেনা হাসিনা-খালেদা
নিজামী আর আমিনি
আটরশী বা চরমোনাই
কিংবা ইমাম খোমেনী।

তোমার কবরের সোয়াল জবাব
তুমিই দিবে একা
নেক আমলই সাথে রবে
তারই সাথে দেখা।

কি ভয়ংকর গর্ত এক
কি ভয়ংকর ক্ষন
এসময়ে পূর্ণবানের
আমলই আপন।

নেতার পিছে ছুটার আগে
একটু চিন্তা কর
ভন্ড নেতা ছেরে এবার
রসুলের পথ ধর।

নেতার মত নেতা আমার
মুহাম্মদ স. আল্লাহর রাসুল
তার দেখানো পথে পথহারা
পায় খুজে কুল।

অন্যের পালা কুকুর হয়ে
মানুষ মেরে লাভ কি?
কোরআন-হাদিসের পথে এসো
দুর হবে ভোগান্তি।

আজকে তুমি মারলে যারে
সেতো গেল কবরে
অপেক্ষা কর এবার তুমি
যাবে দুদিন আগে-পরে।

সাথে যাবে সকল কর্ম
মানুষ মারার পাপও
টের পাবে ভাল ভাবে
পাপ ছাড়েনা বাপকেও।

একটু ভুলে হতে পারে
মহা সর্বনাশ
ইসলামের পথে থাক
কবর ডিগ্রী পাস।

আসবে মহা সাফল্য
ও আল্লাহর বান্দা
আখী মেলে তাকাও এবার
থেকো না আর আন্ধা।

আল্লাহর পথ ছারা
সকল মত ভ্রান্ত
আল্লাহর বানী আকরে ধর
ইমান কর শক্ত।

পাবে তবে মুক্তি
পাবে তবে শান্তি
পাবে তবে জান্নাত
আধার কবরে জোতি।

আপন ঠিকানায় আমিই আপন
বাকি সবাই পর
ইয়া নাফসি ইয়া নাফসি
আপন চিন্তা কর।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ