আনন্দের সময়

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ০৮:৩০:২৬পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

 

মন ছুটে যায় - শৈশবের ওই
আমার ছোট্ট গায়,
সেথায় আমি - ঘুরিফিরি
চড়ে ভাসি নায়।

শৈশবের ওই - কত স্মৃতি
আজি মনে ভাই,
এমন মধুর - সময় তবে
ধরার বুকে নাই।

ইচ্ছে খুশি - ঘোরাঘুরি
মন অভিলাষ খেল,
জীবনের ওই - আনন্দ আর
নানা রকম ভেল।

নদের জলে - তরী নিয়ে
তুলি শাপলা ফুল,
ইচ্ছে খুশি - মন আনন্দে
করছি কত ভুল।

ঘাস ফড়িংয়ের - পিছু ছুটে
গেছি কত দিন,
নদের জলে তরী নিয়ে
ধরছি প্রচুর মীন।

 

রচনাকালঃ
০৩/০৮/২০২১

 

৪+৪/৪+১

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ