আদর্শবাদের মুখোশওয়ালা

নাজমুল হুদা ২৬ জুন ২০১৯, বুধবার, ১১:৩০:২০অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

আগামীর দিক নির্দেশনা বিষয়ক শিশু কিশোর মিলনমেলায়;

উপস্থিত আমার ভাই তোমার ভাই
মানবতার সেরা কন্ঠে, কোকিল সুরে- এখন বলে তাই

আশা করি, ভালো আছো
নীতি নৈতিকতার পাশে আছো
মনে রাখবা-ধূমপানমুক্ত, মাদকমুক্ত দুর্নীতিমুক্ত- সমাজ চাই
দ্যাখবা-‌ জিরো টলারেন্স রীতিতে আর অনিয়মের ঠাঁই নাই।

..

শিহরিত জনতার অগ্নিঝরা স্লোগানে
নিয়ম সুরক্ষার নিয়মে, পুনঃবার গলা কেশে- বলে ভাই

থামো! থামো! তোমরা আমার স্বপ্নের শিশু-কিশোর
থাকবা- আদর্শে অটল দ্যাখবা জয়ের মালা সিউর,
রুখে দিবো আমরা
মায়ের উপর পাক স্টাইলে মিশন
বোনের উপর চলন্ত গতির শোষণ
বিভেদ ভুলে থাকবে নারী নিরাপদে- তা মুখো মামার ভিশন।

..

দুধে ভাতে, আনাচে কানাচে- সবার মার্কা এখন একটায়

বলছি শুনো তোমায়-
ভোট চ্যাটিংয়ে,রোড মিটিংয়ে তোমরা সবার ঘরে ঘরে যাও
ইতিহাসের সুষম বিড়ি, ত্যাগী সব কর্মী- রাত বিরাতে বিলাও

..

সন্ধ্যারাতে দরজা খুলে শিশুটি আমায় দেখে- মুখে হাসির রেশ
প্রশ্ন জাগে-কীভাবে? শোষণমুক্ত সমাজ গড়বো, আদর্শবাদী দেশ,
অতঃপর, শিশুটি স্কুলে গেলে গল্প শুনে সরল কাকার চা'য়ের স্টলে
আর্দশের ভাই- গতরাতে নাকি ধরা খায়? সখিনা বু'কে জোরে ধরে।

নেত্রকোনা, ময়মনসিংহ।

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ