আদরের স্ত্রীলিঙ্গ

নাজমুল হুদা ৩১ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ১১:২৫:৫৩পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

ছেড়ে যেতে চায় না
প্রচলিত বাক্যটাও মনের খুব তলানিতে
দাঁড়িয়ে আছে বিলবোর্ড, মৌমাছি আর ফুল
লাগোয়া দুটো জীবনের চিত্র আঁকিবুঁকি দেয়ালে।

সেই ইতিহাস শুনবে-
এক সময় অতর্কিত আমার উড়োউড়ি
স্বৈরাচারী বাতাসে বারবার আহত দিন
বঞ্চিত ক্ষোভে পেলে আসি সেই তাঁকে
যাবতীয় অতীত তুলে তাঁর জমজ ফুলে
মৌমাছিটা তোমার এখন সুখেই থাকে।

এসো, একদিন প্রেক্ষাগৃহে দেখবে-
না বলা রূপালী পর্দায় ফুলের পরম প্রশ্নচিহ্ন
-ওই, আদরের স্ত্রীলিঙ্গ কী? ছেড়ে কি চলে যাবে?

নেত্রকোণা, ময়মনসিংহ

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ