আজাইরা কথা!

রোকসানা খন্দকার রুকু ২৮ আগস্ট ২০২০, শুক্রবার, ০৫:১৪:৩৫অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

দেখলাম            -ফোন দিয়েছিলে।

এতদিন পর       -কপাল আমার মনে রেখেছ!

রিপ্লাই দেইনি      -কাজ,বুয়ার জ্বর।

কিইবা বলি শুনি -সেই তো মিনিট দুই।

মা                       -হ্যাঁ ভালোই আছেন।

আমি                   -জ্বর,বেড়েছে ব্যাথা।

কাজ                  -সে তো চলছে উপায় নেই।

চাকরি                 -চলতে তো হবেই।

ওদিকের খবর       -মরেছে দুজন।

সাবধানে থেক      -হুম।

তুমি                     -আলহামদুলিল্লাহ ভালো।

আন্টি আঙ্কেল       -সব ভালো।

তো আর কি?         -বলব কিছু ?

বলো?                    -তোমায় মনে পড়ে খুউব।

পড়তেই পারে       -দেখতেও ইচ্ছে করে খুউব।

লাভ নাই             -ভালোও বাসি অনেক।

এই সময়ে এসব       -মরার আগেও।

আমি বাসিনা        -মিথ্যে,তাহলে ফোন যে!

দায়িত্ব বোধ            -ওটাই তো ভালো বাসা।

আজাইরা কথা       -হুম,সত্যিই তাই।

কে তুমি?                -কি হলে ভালো হয়।

কিছুই না                 -বন্ধু জন!

আমার দরকার নাই    -হবে একসময়।

আছে অনেক           -হোকনা একটু ভীড়।

কেউ পারেনি            -চেষ্টা করি।যদি...

ফোন নয় কেন?        -কবিতাই তো ভালো।

কেন?                       -দুমিনিটের বেশি।

আজাইরা!       -হুম,একদম আমার মতো।

ভালো থেকো        -হুম তুমিও।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ