আক্ষেপহীন

রিতু জাহান ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার, ০৩:১৭:৩০অপরাহ্ন একান্ত অনুভূতি ৬ মন্তব্য

 

আজকাল আমাকে খুব করে খুঁজি, খুঁজছি
নিখোঁজ বিজ্ঞপ্তিও দিয়েছি
অবসর কাগজে প্রতি পাতায় পাতায়
শিরোনামসহ দগদগে লাল অক্ষরে,
তবু কারো চোখে পড়ে না।
আমার পাওয়ারই চশমাও আজকাল ঝাঁপসা বড়,
নেই, আমার কোনো হদিস নেই কোথাও।
শুধু টের পাই, দিন শেষে এক রাত্রি নামে উদ্দেশ্যহীন, গন্তব্যহীন।

দীর্ঘ সন্ধ্যাজুড়ে যে কুমারি মুহূর্ত তাতেও আমার হৃদস্পন্দনের কোনো শব্দ নেই।
সাড়া শব্দহীন এক কম্পন বুকের বাম পাশে
বেঁচে থাকার তাগিদেই তার শুধু উঠানামা।

আমার এই অবসর সময় নিয়ে যে সন্ধে নামে তাতে স্মৃতি নামক বিশ্রি এক গোলকধাঁধা,
কি নিষ্ঠুরভাবে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলে!
অথচ,
নীড়ে ফেরা পাখির মতো আমার কোনো তাড়া নেই আদরে ভাসার,
চোখের সামনে সেজে ওঠে
ঘাসবুক জোনাক পোকার বাসর,
তাতেও
অসম্ভব কল্পনায় ভেসে যাওয়া অনুভূতির তন্ত্রীবাদ্য বাজেই না!
আক্ষেপহীন শূন্য বিহ্বল অনুভূতি সকল
সে আমার
ভীষণ রকম বিষন্ন সুন্দর।
আমি তাই জীবনকে শুনিয়ে যাই

'জানি জানি তুমি এসেছো এ পথে মনেরও ভুলে
তবে তাই হোক তবে তাই হোক'

,,,জাহান,,, রংপুর।

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ