sagor

আকাশি নীলে...

একমুঠো রোদ যদি
ধরা যেত,
হয়তোবা ভালবাসা
পূর্নতা পেত।
পূর্নিমাসির চাঁদ যদি
তোমার কপাল ছুঁত,
তবে বিলাসি তোমার
মনে সত্য সঙ্খলন হত।

কিন্তু হায়..!
আকাশি নীলের বিশালতায়
খুঁজেছি কত তোমার
উচ্ছাকাঙ্খি সত্তা,
কোথাও তো সে সত্তার
ঠাঁই হয় নাই।

তবে কেন..?
প্রাচুর্যময়তায় সপ্ন দেখো
সুখের বাসর সাজাবার।
এক মূহুর্ত কি ভেবেছো..?
অহংকারের ধুলো বইতে পারবে কি,
তোমার সংঙ্খ শরির।

জানি একদিন সপ্ন জাগরন
হবে তোমার সত্তায়,
এসো সেদিন প্রিয়-
আমি আর মাটির ঘর, আছি!
থাকবো তোমার প্রতিক্ষায়।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ