ঈদ সারা বিশ্বের মুসলমানদের জন্যে অসাধারন এক আনন্দের দিন। মিলনের দিন।

বছর জুড়ে হাজারো ব্যস্ততা থাকলেও ঈদ সকল ব্যস্ততাকে পিছনে ঠেলে আমাদের এক হবার দিন। কিন্তু এবারের ঈদ ভিন্ন এক ঈদ। যেখানে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে ঈদ অসাধারন এক অনুভূতি নিয়ে আসবার কথা, সেখানে অশুভ শক্তির হিংস্রতা, বর্বরতা আমাদের সকল আনন্দের অনুভূতিকে বিষাদময় করে তোলে। চারিপাশের অমানবিক ঘটনাগুলো আমাদের ঈদের আনন্দকে ম্লান করে দেয়, কাঁদায়, ভাবায়।

তবুও আমরা শান্তিপ্রিয় মানুষেরা মাথা উঁচু করে দাঁড়াই। পৃথিবীকে অনিরাপদ করে তোলার চেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াই। এইসব অশুভ শক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ আমাদের ভাল থাকার চেষ্টা করা। কাঁধে কাঁধ মিলিয়ে পরিবার, সমাজকে ভাল রাখার চেষ্টা করা, ঈদের আনন্দটুকু সকলের মাঝে বিলিয়ে দেয়া।

আমার দেশের গুলশানের ঘটনায় নিহত মানুষগুলো সহ সারা বিশ্বের নিরস্ত্র, শান্তিপ্রিয় নিহত সকলকে স্মরণ করি শ্রদ্ধায়, ভালবাসায়। তাঁদের রুহের মাগফেরাত কামনা করি। অস্থির, অশান্ত পৃথিবীতে ঈদ বয়ে আনুক শান্তির বার্তা।

0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ