অশরীরী-ক্রম

ভোরের শিশির ২৮ আগস্ট ২০১৪, বৃহস্পতিবার, ০৩:৩৮:০৭পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

আমি সেই কোন এক অশরীরী হব
যার দ্বিখণ্ডিত জ্বিবে পুড়ে যাবে শব,
লেলিহান ক্রোধে মিছিল হবে
আত্মা ছুঁয়ে শুধু প্রেতাত্মা রবে,
দিকে দিকে ছড়িয়ে যাবে
আমিই এক সেই অশরীরী; আমিইই সব।

আমার অস্তিত্ব অলিন্দের অলিগলিতে
কালো রক্তের ফিস্‌ফিসানিতে,
ফিন্‌কি দিয়ে ছুটবে স্নায়ু
লহমায় কেড়ে নেবো ধরফরে আয়ু,
ঝিলিকে ঝিলিকে হবে আত্মাহুতি
আমিই সেই অশরীরী; বজ্রগাঁথুনি।

আমি সেই ছায়া অশরীরী
আমি সেই চির চেনা কায়ার বাণ,
কায়ার মাঝে ছায়া হয়ে
অবিনশ্বর চেতনার মৃত্যূপুরী,
আমিই আমৃত্যূ ছল
আমি অশরীরী আনি রক্তের ঢল...

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ