অর্পিতা ২২

সঞ্জয় কুমার ২০ জুলাই ২০১৪, রবিবার, ১০:১৯:১২পূর্বাহ্ন গল্প, সাহিত্য ৯ মন্তব্য

হ্যালো ভাই

 

আমাকে বলছেন ?

 

হুম । ঢাকা কোথায় যাবেন ?

 

মিরপুর ১২

 

তাহলে তো ভালোই হল আমিও ১২ তে যাব ।

 

কি করেন?

 

চাকুরী ।

 

বাড়ির জন্য মন খারাপ হচ্ছে তাই না ?

পাঁচ বছর আগে যখন আমি প্রথম ঢাকায় যাই তখন আমারও আপনার মত মন খারাপ লাগছিল । এখন আর আগের মন খারাপ হয় না । একি আপনি তো কোন কথাই বলছেন না আমি একাই বকবক করে চলেছি ।

 

সরি ভাই আসলে..

 

বুঝতে পারছি অতিরিক্ত মন খারাপ । মন খারাপের পরিমাণ বেশী হলে এমন হয় ।

 

মিলনের ফোন

হ্যালো জয়

 

কি ব্যাপার তুই এলি না কেন ?

 

তোকে হাঁসি মুখে বিদায় দিতে আমি পারব না । যাওয়ার সময় আমার চোখের জল দেখে তুই কষ্ট পাবি তাই আসিনি ।

 

ধুর বোকা ছেলেরা এত সহজে কাঁদলে চলবে ?

 

খুব ছেলেমানুষ হয়ে গেছিস তাই না ! তাহলে তুই এখন কাঁদছিস কেন ?

 

আমি কাঁদছি কে বলল ?

 

সবার কাছে গোপন করলেও আমার কাছে লুকাতে পারবি না ।

 

মন খারাপ করিস না একমাসের মধ্যে তুই ও ঢাকায় চলে আসবি । ঢাকায় পৌছায়ে ফোন দেব ।

ঠিক আছে বন্ধু ভালো থাকিস ।

বাই ।

 

যাক বাঁচা গেল বাচালটা ঘুমাচ্ছে । অর্পার সাথে কথা বলার দরকার ।

 

হ্যালো অর্পা

 

হুম বল

 

তুমি বাসায় পৌছায়েছ?

 

না

 

না মানে?

তাহলে এখন কোথায় আছ ?

 

শ্বশুর বাড়িতে ।

 

মানে বুঝলাম না ।

 

মানে আর আপনাকে বুঝতে হবে না । আপনার মা মানে আন্টি আমাকে আজ তোমাদের বাড়ি নিমন্ত্রণ করেছেন । তিনি আমার হাতে রান্না খাবেন । অনেক ভাল ভাল আইটেম আছে । তোমার জন্য খারাপ  লাগছে ।

 

কেন?

 

তুমি থাকলে সবাই একসাথে খেতাম ।

 

ভাল করে রান্না করো এটা কিন্তু তোমার ইন্টারভিউ ।

আরেকটা কথা শোন । তুমি কিন্তু আর কখনো শাড়ি পড়বে না ।

 

কেন ? শাড়িতে কি আমাকে খুব বেশী খারাপ লাগে ?

 

না ।

 

তাহলে ?

 

মানুষের নজর লেগে যাবে ।

 

অর্পিতা ...........

 

আন্টি ডাকছে এখন রাখ পরে কথা হবে ।

 

চলবে...............

 

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ