অর্পিতা ১০

সঞ্জয় কুমার ২৯ জুন ২০১৪, রবিবার, ১২:১২:১২পূর্বাহ্ন গল্প ১৭ মন্তব্য

 

মিলন অবাক চোখে দেখে জয় হঠাৎ করে এতটা পাল্টে যায় কিভাবে ।
খুব ভোরে ঘুম থেকে ওঠে, তারপর প্রাইভেট পড়ানো এরপর দ্রুত রেডি হয়ে ক্লাসে । আবার বিকালে আড্ডায় জয়কে পাওয়া যায় না । ক্লাস শেষে ছয়টা থেকে নয়টা পর্যন্ত কনষ্ট্রাকশন সাইটে । সেখান থেকে ফিরে রাতের খাবার খেয়েই । একটানা রাত বারটা পর্যন্ত পড়ার টেবিলে । ইচ্ছা থাকলেও ওর সাথে কথা বলার সুযোগ নেই ।

তিন মাস পর .................

জয়ের অষ্টম পর্ব ফাইনাল পরিক্ষা শেষ । ঢাকায় একটা রিয়েল এষ্টেট কোম্পানি তে ওর চাকুরী হয়ে গেছে । ও যে কোম্পানি তে তিন মাস বিনা বেতনে কাজ করত ওরাই চাকুরী টা দিয়েছে । ওর সহপাঠি রা যখন রেজাল্টের অপেক্ষায় । তখন জয় ঢাকায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে ।

প্যাকট্রিক্যাল পরিক্ষা শেষ হলেই ও ঢাকা চলে যাবে ।

ক্লাসের অনেকেই ব্যাপারটা জানে না শুধু জানে মিলন ।

আজ বিদায় অনুষ্ঠান

কলেজের অধ্যক্ষ স্যার ব্যক্তিতা শেষ করার আগে মঞ্চে ডাকলেন জয় কে ।
আজ আমি তোমাদের আমি এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেব যে তোমাদের বড় ভাই কারও সহপাঠি বন্ধু । আমাদের কলেজের কৃতি সন্তান । যে বর্তমানের এই চাকুরির বাজারে যেখানে তদবীর মামা চাচা ঘুষ ছাড়া চাকুরি পাওয়া যায় না সেখানে সে পাশ করার আগেই চাকুরী পেয়ে গেছে । আমি তার নাম বলার আগে তাঁকে এই মঞ্চে আসতে বলছি ।

পুরো অডিটোরিয়াম ভরা শিক্ষক ছাত্র সবাই একবার ঘুরে পিছনে তাঁকালো । কে সে????

ব্যাস্ততার কারনে জয় অডিটোরিয়ামে বসার ছিট পাইনি সে পিছনে দাঁড়িয়ে ছিল ।

সবাইকে পেছনে ফেলে জয় আজ এই উচ্চতায় । অধ্যক্ষ স্যার জয় কে বুকে টেনে নিলেন । আবেগে জয় কাঁদছে ।

অধ্যক্ষ স্যার বললেন

আমি জয় কে সমাবেত ছাত্রদের উদ্দেশে কিছু বলার জন্য মাইকে আসতে বলছি ।

সম্মানিত স্যার এবং সহপাঠী বন্ধু ছোট ভাইদের কে আমার সশ্রদ্ধ প্রণাম । ।
আমি আজ যেখানে পৌছেছি তার পিছনে দুই জন মানুষ আমাকে অক্লান্ত ভাবে প্রেরণা সাহস জুগিয়েছেন । তার একজন হলেন আমাদের অধ্যক্ষ স্যার । আমি বিশেষভাবে তার কাছে ঝণী ।
সবার উদ্দেশ্যে একটাই কথা বলব সফলতার রাস্তা একটাই সেটা হল কঠিন পরিশ্রম । এর কোন বিকল্প নেই । মনে রেখ পৃথিবীতে কেউ তোমার সুখের দায়িত্ব নিয়ে বসে নেই , তোমার সুখের জন্য তোমাকেই পরিশ্রম করতে হবে । ধন্যবাদ সবাইকে ।

কিরে মিলন তোকে অডিটোরিয়ামে দেখলাম না ।

একটু ব্যাস্ত ছিলাম ।

জয় তোর জন্য একটা মহা সুখবর আছে ।

কি বল ???

চলবে...................

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ