অমর একুশে

সঞ্জয় মালাকার ৪ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ১০:২২:৫২পূর্বাহ্ন এদেশ ২২ মন্তব্য

একুশের মাস ৪ ফেব্রুয়ারি... সকল বন্ধুদের জানাই একুশের শুভেচ্ছা ও ভালোবাসা,ও সকল ভাষা শহিদদের জানাই বিনম্র শ্রদ্ধা!

বাংলা মা,,

ম-গো যাচ্ছি আমি একুশে মেলায়
সকল ছোটে বলে,
নতুন বইয়ে নিজে কে সঁপে!
মাগো আধর দিও সোহাগ দিও
সাজিয়ে দিও বাংলা বর্ণের ধারে,?
মা-গো মেলায় নাকি রত্ন উড়ে
ছোটদের প্রিয় ছড়া গানে,
মা-গো বাংলার প্রিয় মুখ তারা'ই হাসায়!
মা-গো সাহিত্যের স্বপ্ন জুড়ায়,
উপন্যাসে কেউ নিজেকে হারায়!
মা-গো নুংরা গায়ে ধূলো ঝেরে
সাজিয়ে দিও আপন মনে,
সত্যের দ্বারে এসে যেন জীবন গড়ে।
মা-গো বাংলার কত বর্ণমালা
সব মানুষের হাতে!
মা-গো দেশের কল্যাণ,দশের জ্ঞান
এই মেলাতেই সাজে,
মা-গো একুশের বই মেলায় সকল কবির প্রান
সত্যের রঙে জলসে উঠে কবির প্রিয় গান।
মা-গো কত না অপূর্ব কথা,সাজায় তারা
তারাই তো কত মোহানা!
মা-গো বাংলার রূপে কত মধুর আছে
সাদা কাগজের বুকে বাংলা হাসে।
মা-গো পাল তুলে নৌকা চালায় মাঝি
বাউলে একতারা গায় দেশের গান,
মা গো জন্মভূমি বাঁচাল মোদের প্রাণ।
মা-গো কত শ্রমে ঘামে কৃষাণ ফলায়,সোনালী ধান
মা-গো কষ্ট শ্রম দিয়ে তারা’ই মহান।

ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ,,

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ