অব্যক্ত ভালোবাসা

সুপর্ণা ফাল্গুনী ২৬ জুন ২০২১, শনিবার, ০৫:১৪:১৩অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

 

ছেলেটি কিছু বলতে চায়, কিন্তু কিসের যেন বাঁধ ঠোঁটের প্রাচীর ঘিরে রাখে!
অন্তরিন্দ্রিয়ের বালুকাবেলায় নূপুরের ঝঙ্কার ঘুমন্ত আকাঙ্ক্ষার জাগরণ ঘটায়;
ক্ষুধার্ত নিদ্রাদেবী আলস্যতা কেটে বেড়িয়ে আসতে চায়
তোমার প্রেমের সুধায়।
অনামিকার বন্ধনে আবদ্ধ হতে চায় অনন্ত-যাত্রায়- তোমার আমন্ত্রণপত্রের আহ্বানে;
তোমার ঠোঁটের নিষেধাজ্ঞা ভেঙে সমন জারি করতে চায়-অধরের আলিঙ্গনে একত্রিত হবার।
তোমার চারপাশের ব্যারিকেড জ্বালিয়ে তোমাতেই বন্ধন পেতে চায়;
দশ নম্বর মহাবিপদ সংকেত ডিঙ্গিয়ে বাসনার সুনামিতে হারিয়ে যেতে চায়-
তোমার শাড়ির অগোছালো আঁচলে নীলপদ্ম হয়ে জড়াতে চায়।
তোমার দূরন্ত, এলোমেলো মেঘের ঘনঘটায় বৃষ্টির ফুল হয়ে ফুটতে চায় জেদী প্রেমিক।
মেয়ে , তুমি তোমার দু'হাত পাখির ডানার মতো প্রসারিত করে বরণ করে নাও- তাকে।

ছবি-গুগল

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ