অব্যক্ত নিরবতা

অনন্য অর্ণব ১০ মে ২০২০, রবিবার, ০৯:২১:৩২অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

মাঝে মাঝে নিরবতা ও কথা বলে

হাসে-কাঁদে, শোনে শোনায়- শুধু সে অস্ফুট চঞ্চল 

শব্দমালা বুঝবার মতো একটা সুরুচির মনন পেলে-

আমি চিরকাল নিরবই থেকে যেতাম ।।

 

তোমার যে হাত আজ আমার শরীর ছুঁয়ে গেছে-

ও হাতের স্পর্শে জাগা শিহরণটাই তুমি দেখেছ

অথচ এক মহাকাশ অব্যাক্ত প্রেমের নিরব মহাকাব্য

তোমার অগোচরেই থেকে গেলো ।।

 

আমি কোমল পেলব শরীরে তব শিহরণ তুলিনি তোমার -

আমি চেয়েছিলাম মনের গভীরে মন ডুবিয়ে মনের শিহরণ, 

অশরীরী আশ্বিন এই রুদ্র নীল বৈশাখে, নিতান্তই সঙ্গোপনে,

নিরবতার ভাষা কি তুমি বুঝতে পেরেছ ?

0 Shares

৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ