অপেক্ষা

প্রদীপ চক্রবর্তী ৩০ মে ২০২১, রবিবার, ০৭:২৯:০৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

বৃষ্টিতে ভিজে সংসদের সপ্তম অধিবেশনে যাচ্ছি!
কেবল চুমুর প্রস্তাব পাশ করার জন্য।
আজও হাজার হাজার প্রেমিক রাজপথে, জনসম্মুখে চুমুর দিব্যি খাওয়ার তাগিদে কারাগারে।
কেউ নির্বাসনে।
কেউ আবার যাবৎজীবন কারাবন্দী।

তোমার মায়াবী ঠোঁটে, তোমার কমল গালে কি এমন লুকিয়ে আছে, প্রিয়তমা?
যেখানে চুমুর দিব্যি খেলে কারাবন্দী হতে হয়।
কখনো ফাঁসির রজ্জুতে ঝুলতে হয়।
কখনো আবার বস্তাবন্দী রক্তাক্ত লাশ সাগরের জলে ভাসিয়ে দেওয়া হয়।
একবারও কি তোমার মন কাঁদেনা।
কেন তুমি এতো পাষাণ!

কাঁটাতার, ব্যারিকেড পাড়ি দিয়ে যে প্রেমিক তোমাকে ভালোবাসে।
তুমি তাকে শিকল পরাও।
কেবল তোমার ঠোঁটে চুমু খাওয়াতে।

আজ আমি যাচ্ছি সংসদে,
তিনশত পঞ্চাশ জন সংসদসদস্যের সম্মুখে এ প্রস্তাব পাশ করার জন্য।
সে সাথে অপেক্ষায় আছে হাজারো প্রেমিক।
কেবল অপেক্ষা।
এ প্রস্তাব পাশ করার জন্য আমি নিজের জীবন দিতে রাজী।

চুমুতে ভালোবাসা লুকিয়ে আছে যে প্রেমিক জানেনা সে প্রেমিক নয় বরং সে কামুক!
তুমি আজ আমার পথ রুদ্ধ করে রাখতে পারবেনা।
পারবেনা আমায় তোমার নৌ, বিমান আর পদাতিক ও অশ্বারোহী বাহিনী দিয়ে আটকাতে।

বিরোধী দল এর প্রতিবাদ করতে চাইলে আমি একাই এদের বিরুদ্ধে লড়াই করব!
তবুও ভয় নেই।
চুমুর দিব্যি, পাশ করবই আজ সংসদে!
ভয় নেই
প্রয়োজনে আমি অনশনে যাব।
কেবল ভালোবাসার জন্য প্রিয়তমার ঠোঁটে চুমু খাওয়ার তাগিদে।

চুমু হোক কবিতার মতো সুন্দর,
যেখানে স্বাদের পূর্ণতা থাকে।
চুমু হোক কামিনী ফুলের মতো সুগন্ধিময়,
যেখানে নির্যাস স্পর্শতা পাওয়া যায়।

কেবল অপেক্ষা, প্রিয়তমা।
একদিন চুমু হবে সর্বাঙ্গীণ।
এই যুগেই তোমার ঠোঁটে চুমুর দিব্যি খেয়ে দেখিয়ে দেবো চুমু গণতান্ত্রিক।
চুমুতেই লুকিয়ে আছে অগাধ ভালোবাসা।

মা যেমন তার সন্তানের কপাল ছুঁয়ে চুমু খায়,
প্রেমিক পুরুষ যখন তার প্রিয়তমার ঠোঁট ছুঁয়ে চুমু খায় তখন সৃষ্টির সুন্দরতা বর্ধিত।

আমার কাছে প্রেম মানে প্রতিমূর্তি স্বরূপ।
তাকে সাজাতে হয়, রূপ দিয়ে হয়।
আবেগ ব্যতীত মনের মিলনে যে প্রেম সৃষ্টি হয় সে প্রেম চিরন্তন ও সর্বাঙ্গীণ।
তেমনি প্রিয়তমার ঠোঁটে চুমু হোক চিরন্তন ও সর্বাঙ্গীণ।

এ নির্যাস ও নিষ্পাপ চুমুর জন্য আমি কাঁটাতারের সীমান্ত অতিক্রম করতে পারি।
আর তোমার ঠোঁটে, হাতের রেখায় চুমু খেয়ে দেখিয়ে দেবো ভালোবাসার কাছে চুমু সীমান্তহীন।

সেইদিন তুমি এক তোড়া গোলাপ ও রজনীগন্ধা দিয়ে আমায় অভিবাদন জানাবে।
মুক্তি পাবে কারাবন্দী হাজারও প্রেমিক পুরুষ।
এবং সংসদে, নির্বাচনে গণভোটে পাশ হবে চুমু সর্বাঙ্গীণ।
কেবল অপেক্ষা!
.
ছবিঃ সংগৃহীত

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ