অপূর্ব বঙ্গবন্ধু

শামীনুল হক হীরা ১৭ মার্চ ২০২১, বুধবার, ০৬:০৬:১৮অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

তোমার অপূর্ব সুঠাম দেহ মাঝে আমি
বিলীন থাকি সারাক্ষণ,
তোমার বলিষ্ঠ কন্ঠ শুনে সর্বদা উতলা
হয় আমার মন।
তোমার সাহসিকতায় হিমালয় চমকে যায়,
তোমার সততায় দেশপ্রেমিকরা শান্তি পায়।
তোমার মোটা ফ্রেমের চশমাতে মহানায়কের
স্বপ্ন বুনি,
তোমার তেজদীপ্ত অগ্নিঝরা ভাষণে সাম্যের
গান শুনি।
তোমার ডাগর ডাগর চোখের মাঝে মায়াবী
হরিণীর দৃষ্টি জানি,
তোমার দৃঢ় নেতৃত্বের গুণে স্বপ্নের সোনার
বাংলাদেশের সৃষ্টি মানি।
তোমার উল্টো সিঁথির ঝলকানি দেখে মনে
শিহরণ জাগে,
তোমার আঙ্গুলের ইশারায় শয়তান শত্রুরও
ভয় লাগে।
তোমার দরদ মাখা সাদা পোশাকে জুড়ায়
মনের আশা,
মনোমুগ্ধকর কালো কোটেতে আবির মাখা
স্বপ্ন ভালবাসা।

মনোহর সৌন্দর্যে ভরপুর তোমার সারা
অঙ্গ জুড়ে,
অপরূপ সৌন্দর্য্যের তাপদাহে জারজদের
কলিজা পুড়ে।
তুমি ইতিহাস তুমি নায়ক তুমি মহানায়ক
সকলের উর্ধ্বে তোমার স্থান,
তুমি মহান তুমি শ্রেষ্ঠ তুমি অপূর্ব
হে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ