ছুঁয়ে যাওয়া সত্যগুলো কেঁদে-কেটে কেঁদে-কেঁদে
ছুঁড়ে ফেলা! সত্যি কী সম্ভব অন্তিমের জীবন যাপনে?
বৃন্তচ্যুত স্মৃতি আজ বা আগামীর কোন কালে
নিঃশেষ হয়ে যাবে, নিয়মের যাঁতাকলে;

পেয়ালা পেয়ালা অলিক স্বাস্থ্য-সুখ পান করে,
পড়ন্ত যৌবন সেদিন এদিনের মত ফিরে আসে/আসবে-না;
নূতন পাপড়ি গজিয়ে;

ভবিষ্যৎ জেঁকে বসে আছে বর্তমানের দ্বার জুড়ে,
মৃদুমন্দ বাতাসের সিঁড়ি বিষণ্ণ-আলিঙ্গনের কাষ্ঠ হাসি
জানিয়ে দিচ্ছে উৎকর্ষের শৈলী;

অপলক-সত্যি হারিয়ে গেছে না-ফেরার দেশে,
হাই তুলতে তুলতে, শর্ত সাপেক্ষে।

ছবি নেটের।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ