অপলক চোখ

ছাইরাছ হেলাল ২৬ আগস্ট ২০২১, বৃহস্পতিবার, ০৩:৫৪:৫৭অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

নির্ভয় নির্ভারে বিস্মৃতিবিহীনতায় আনন্দ-বৃষ্টির মত
যতক্ষণ খুশি, সুখ সুখ স্মৃতি, স্বপ্ন স্মৃতিতে নেচে চলা
ছন্দের মত, মন্থন রোমন্থনে বসন্ত সুখের মত
লেগে লেপ্টে থাকে, চুম্বনের কম্পনে।

সীমাহীন দৈর্ঘ্যের অন্তকালে ঠাসা রক্ত-হৃদয়ের যন্ত্রণা;
নাক মুখ চোখ ঠেলে রক্তঝরা বেদনা, ইচ্ছে করেও
ভুলে থাকা যায় না, ভাব গম্ভীরের মুখোশ এঁটে-ও;

পিছলে পড়া, পিছলে যাওয়া কবিতাগুলো সত্যির চেয়েও
অনেক অনেক সত্যি, বিস্মৃতিবিহীনতায়;

ছুঁয়ে দেখা, ছুঁয়ে যাওয়া ভাবনাগুলো অনস্তিত্বের মাঝেও
অস্তিত্বের জানান দেয়, স্পর্শময় অশরীরীর মত।

তীক্ষ্ণ চিৎকারের ইস্পাত-ফলার প্রতিধ্বনি বধির,পথভ্রষ্ট;

জীবনের প্রস্রবণ সুখ-দুঃখের কুয়াশা ছড়ায়,
একটু ও আলতো শব্দ না তুলে,
অপলক চোখে তুলে রেখে শুধুই দেখে, দূরে দাঁড়িয়ে;

গান(১০০ মিলিয়ন ভিউ) ও ছবি নেট থেকে।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ