অন্তিম ভবিষ্যৎ

ভোরের শিশির ২ মার্চ ২০১৫, সোমবার, ০৫:৪০:৩৬অপরাহ্ন কবিতা ১১ মন্তব্য

তলানিতে পরে থাকা ক’টি দানার উপহাস-
“পৃথিবীর শেষ ক’টি শস্য যেন আজ এই উদরের একমাত্র আশ্রয়”
জাগতিক আকর্ষণ ভুলে এখানেই পরে রয়েছে,
বাকি সব ভুলে যাক; এই ক’টি দানাতেই ভবিষ্যৎ।
এ যেন অনাকাংখিত ভবিষ্যতের রুপরেখা-
“যায় যাক জগৎ রসাতলে, এ’উদরের পরে”
আঁতিপাতি করে খোঁজে শুরু নিকোটিনের ছাইয়ে,
উচ্ছন্নে যায় তো যাক; যদি মেলে ফুসফুসের সুখ।
ডাঙায় রাখা স্বর্ণমাছের রুপকথা-
“উদ্‌ভ্রান্ত পাথেয় সাথে; পানি নামক পদার্থকে ছুঁড়ে মারা হয় পুচ্ছ হতে”
টপ টপ করে গড়িয়ে যায় নলের ভেজা সুখ-
“ক’টি দানা মিশে আছে নিকোটিনের ছাইয়ে, স্বর্ণমাছের পুচ্ছ হতে নিঙড়ানো ফুসফুসের মোহ নিয়ে”
আজ এই উদরেই সবটুকু থাক,
শেষ ক’টি শস্যদানা জগতের অন্ত দেখুক ভবিষ্যতের পথে।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ