অন্তর্বাস

সাদিক মোহাম্মদ ২০ মে ২০১৪, মঙ্গলবার, ১১:১৩:০৮অপরাহ্ন কবিতা ৬ মন্তব্য

আঙিনায় শুকোতে দিয়েছো
মাড় ছাড়ানো লুঙ্গি-শাড়ি-শায়া
বালিশের কাভার-বেডসিট
শাদা কাঁচুলি কোনায়

একটি বোলতা সারা দড়ি ভন ভন করে
অবশেষে থিতু হলো
মালঞ্চ মধুর অন্তর্বাসে
আমি ব্যাকুল দিশেহারা
ওমনি মৌ-চাকে ঢিল ছুড়তেই
তুমি অবাক
অনিয়মে নারাজ হলে খুব

অথচ সেদিন ব্যস্ত ঘড়ির কাঁটা
উদ্দাম দিনের প্রতিকুলতা
সানন্দে যাপিত প্রতিশ্রুতি
আরও কত্ত-কী ভেসে গেছে অলক্ষে
উত্তাল জীবনের তোড়ে

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ