অন্তরের শয়তান

তৌহিদুল ইসলাম ৩ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ০৯:২১:৫৬অপরাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

অসম্পূর্ণ জীবনের ক্ষণিক হাসি-কান্না
বিস্তৃত লোকায়তিক দর্পণের এপারওপারে।
বিচিত্র দোলায় দোদুল্যমান চিন্তা-চেতনারা
তরঙ্গবীণার উচ্ছ্বাসিত আবহে -
নবচেতনায় উদ্বুদ্ধ করে, আন্দোলিত হয়;
এ যেন কুমন্ত্রণার আড়ালে সুক্ষ্ম মায়াবী হাতছানি।

অনুভূতিপ্রবণ স্পর্শকাতরতার দ্বন্দ্বে
পলাতক আখ্যানশৈলীর শিশির মাল্য
আজও পৃথিবীর বুকে অপরুপ মাধুর্যের সাক্ষী।
ভুলে যাই, মাত্র আর ক'টা দিন!
এরপরে গন্তব্য সেই অনাদি অনন্তের পথে।

অতীন্দ্রিয় এ জগতে আজ আমি অপরাধী
দন্ডিত নিজের অস্তিত্ব বিসর্জনের দন্ডে।
রানী কমলিকার গান্ধাররাজকে দেখার আকাঙ্ক্ষা
আর আমার অন্ধকার দর্শন একই সুতোয় গাঁথা!

অথচ সৌন্দর্য লুকিয়ে থাকে যে মনের গহীনে
তাকেই কলুষিত করে চলেছি নিত্যদিন।
কাজে-কর্মে, কথায়, আচরিক প্রকাশে
মননশীলতাকে খাঁচায় বন্দি করে
মুক্ত করেছি অন্তরের শয়তানকে।

যারা বলে অসম্পূর্ণ জীবন আমার-
সেতো বাহানা ছাড়া আর কিছুই নয়!

[ছবি- নেট থেকে]

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ