অনেক ভালোবাসি

ফয়সাল খান ১৯ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৩:৪২:১২অপরাহ্ন গল্প ২৩ মন্তব্য

" লক্ষ লক্ষ কোটি কোটি পোকা মনসুর সাহেবের উপর ঝাঁপিয়ে পড়েছে "

এটা আসলে আমার কথা নয়। হুমায়ূন আহমেদ তার বই "পোকা" তে লিখেছিলেন তেলাপোকারা যাকে অনেক ভালোবাসে তাকে খেয়ে ফেলে। ভালোবাসার কোনো কিছুকে দুনিয়ার বুকে নষ্ট হতে না দিয়ে খেয়ে ফেলার ব্যাপারটা ফেলে দেয়ার কিছু না।

পাশে ঘুমিয়ে আছে তাসরিন। ওর মুখটা দেখতে আমার কাছে অনেকটা চাঁদের আলোতে ঝলকানি দেয়া শাপলা ফুলের পাতার মত। চোখ সরানো যায় না। আজ নিয়ে ওর সাথে আমার ৩ বছর ২৯ দিনের সংসার। তবুও ওকে দেখার অনুভুতিটা প্রথম দিনের মতোই।

সরি, হিসেবে একটু ভুল হয়ে গেছে, আমাদের সংসারের বয়স ৩ বছর ২৭ দিন। গত পরশুদিন মারা গিয়েছে ও। একা একটা মানুষ আরেকটা মানুষকে চিবিয়ে খেতে সময় তো লাগবেই। যে হাতটা ধরে এতদিন চাঁদের আলো দেখেছি , সেই চাঁদের আলোর নিচে ওর মাংসের স্বাদটা খারাপ না। হাড়গুলোও বেশি শক্ত না।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ