অনুভব

কামরুল ইসলাম ২৩ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ০৬:২৪:০১পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য

 

আবার কবে নিবো ঘ্রাণ, মহামারী শেষে ~

তোমার বাগানের ফুলে,  ভ্রমর এসে ~

মৃদু দোলে  পড়ন্ত বিকেলে,  চায়ের কাপে ~

উষ্ণ চুমুতে ভালবাসা জাগবে সৌরভে,  ধাপে ধাপে ~

বেণী করা চুলে,  কাজল পড়া চোখে,  হাসবে তুমি ~

গোধুলীর প্রহর  স্থবির শহর,  নিরবে যাবো চুমি ~

শ্বেত শ্বেত মেঘ, ভেজা ডানায় ভাসে নীলিমায় ~

দৃষ্টি যদি রাখি,  ফেরাবে না আঁখী,  ভালবাসার মহিমায়  ~

হাতের পরশে,  মনের হরষে  টান টান অনুভব ~

ভাবি যত,  হারাই তত, সংগোপনে জাগে উৎসব ~    ||

~~~~~~~~~~~~~~~~~~~

রচনা কাল ঃ ২২/০৪/২০২০

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ