অনামুখো সময়

ছাইরাছ হেলাল ১০ জানুয়ারি ২০২০, শুক্রবার, ১০:০৪:২৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩২ মন্তব্য

 

ছোরা হাতে, খাঁ-খাঁ সময় তাড়িয়ে বেড়াচ্ছে,
নগ্ন-দৃপ্ত আভিজাত্যে;
কোন সুকুমারী-বুক এগিয়ে আসেনি
একটু উষ্ণতার ছায়া দেবে বলে,
আসেনি অপরূপ বাণীর মায়া-কান্না/কুমির-কান্না নিয়ে,
কাঁপুনি-জ্বরের কাঁথাখানি সজোরে টেনে নিয়েছে
বিলোল কটাক্ষের মেকি আপ্লুত গুণগানে।

বিষণ্ণের মরু প্রান্তরে হন্যে হয়েছি,
ছোরার ভয়ে, ভিসা নিয়ে কেউ আসেনি,
নৌকা-শরণার্থীর আকুল কান্না কেউ শোনেনি;

শুনেছিল এক ডাইনি-রানী!
আমি তার করতলগত এখন, একান্ত গোপন কুঠুরিতে;

অনামুখো সময়, আজ উন্মুক্ত প্রান্তরে ঐ দাঁড়িয়ে
নিজেকে নিজে চিরে/ছিঁড়ে, বিঁধবে/বেঁধাবে বলে!
অনীশ বিষাদে, কা কস্য পরিবেদনায়;

0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ