অনাথ আশ্রম

সঞ্জয় মালাকার ৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১০:০৭:৫৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

যা -স্বপ্ন, ও আমার বিশ্বাস
তোমার ছায়া আমার বুকের বিতর
স্বপ্ন হয়ে আসে বাবা,,
ঝুলন্ত দোলনায় চড়তে ঢরলাগে বাবা
কুন্তি এই ধুলনায় নয়।
কেনো-না তুমি দিয়েছো বাবা আমায ধাক্কা,
যা আমি আর হাওয়া দুনো নে- থমকে আছি
এই তো স্বপ্ন ছায়া হয়ে আমার সামনে পিছনে আসে।
আমি ছাড়া ঝুলন্ত ধুলনা আমার সামনে ধুলছে.?
তুমি আসলে না কেনো বাবা -
আমি কথো বার ডাকছি তোমায়,
কি এই সমাজ বলেছে সত্য,
তোমার মাঝে নেই কোনো প্রেম।
এক স্বপ্ন রয়েছে বাবা তোমার হাত
যা সময় নে দিয়েছে আমার সাতে.?
এখন আমার হাতে দু দু হাত
জন আর করিম হে না বাবা আমার সাতে
এখন আমি চাইলেও ফিরতে পারিনা
এই বন্ধন কখনো ভাংবেনা,,
কাঁদি তবিও অরা আমাকে হাসায়
মরে যেতে চাই তবিও অরা আমাকে বাঁচায়,
এক ঘর এক স্বপ্ন দেখেছি আমরা তিনজন?
যা তোমাদের মাজে নেই,
তাই তো দিয়েছো অনাথ আশ্রমে....??
৮/৪/২০১৬....

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ