অতীত

সিকদার ২ নভেম্বর ২০১৫, সোমবার, ০৯:০৪:৫৬অপরাহ্ন কবিতা ৩ মন্তব্য

বিষাদ জড়ানো সব অতীত ঘুমিয়ে থাকে সাংঘাতিক স্বপ্নে।
সময়ের পাতায় পাতায় জড়ায়ে থাকে বেদনা বিধুঁর যতনে।
অলস বেলার সাঁজের আবীর ধোয়া, আকাশের কোলে ,
সন্ধ্যা হয়ে আধার নামে যেন, অতিতের আঁচল খুলে ।opuroni_1358625917_1-546464_273290879430562_1506116729_n
তাল পাতার বুননে বুননে গাথা সেই পুরাতন সুর,
দুই চোখের নোনা জলে, ভেসে ভেসে হাতরে ফেরা অতীত সুদুর ।

0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ