অতীত

মাছুম হাবিবী ৮ মে ২০২০, শুক্রবার, ০১:৫৭:৪৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৯ মন্তব্য

মানুষ কতটা একা হলে নির্ঘুমে রাত কাটাতে পারে তা অনেকটাই অজানা। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কষ্ট থাকে, যা একান্তই তার নিজস্ব। সে কখন তার কষ্টগুলো কারো সাথে শেয়ার করতে পারেনা। একটা মানুষ যখন ভেতর থেকে খুব একা ফিল করে! ঠিক তখনই তার চারিপাশসহ সবকিছু নির্ঘুমে জেগে থাকে। মস্তিষ্কে যখন জাগতিক স্মৃতিগুলো ঘুণপোকার মত কটকট করে তখন সে একা থাকতে ভালোবাসে। তখন তার কাছে দুনিয়ার সবকিছু অসহ্য লাগে। তখন তার নিজের বলতে কষ্ট আর একাকিত্বতা ছাড়া কিছুই থাকেনা!

আমরা একটা মানুষের সাথে ১০ বছর থাকার পরও তাকে পুরোপুরি বুঝতে পারিনা। হয়তো কখনো চিনতে বা জানতে চাইনি সে কেমন? কখনো সময় হয়ে উঠেনি নিশাচর মানুষ চেনার। আমরা হয়তো খুব কম মানুষই দেখি গভীর রাত অবধি জেগে থাকে, কিন্তুু সভ্যতা আর যান্ত্রিকতার ভীরে পৃথিবীর অর্ধেক মানুষই একাকিত্ব আর নির্ঘুমে কাটিয়ে দেয় রাত। আমরা অনেকেই তাদের দেখিনা। তারা আড়ালে থাকে, তারা অদৃশ্য হওয়ার চেষ্টা করে। কিন্তুু কষ্ট আর স্মৃতি কখনো তাদেরকে আড়াল হতে দেয়না। পুরনো কষ্টগুলো প্রতিনিয়ত তাদেরকে টেনে হিঁচড়ে ফিরিয়ে নেয় অতীতের দিকে।।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ