অঙ্গীকার

অনন্য অর্ণব ৯ মে ২০২০, শনিবার, ১২:২৯:১৬পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

তুমি অপেক্ষার ডালা সাজিয়ে রেখো বাসন্তী ফুলের পসরায়,
চৈত্রের খরতপ্ত বিকেল গড়িয়ে-
আমি আসবো বৈশাখের প্রথম বৃষ্টির ফোঁটা হয়ে
তোমার তৃষিত নয়নে, অধরে শিরা উপশিরায়।

বিরহী জীবনের প্রতিটি মুহূর্ত তুমি লিখে রেখো-
মহাকালের বর্ণীল ডায়েরীতে,
আমি মহাশূণ্যের দ্বিতীয় অধ্যায় পেরিয়ে এসে
পড়ে নেবো সেই তৃষাতুর নিঃসঙ্গ প্রেমোপাখ্যান।

প্রজাপতির ডানায় চিঠি লিখে পাঠিয়ে ছিলাম-
তোমার শহরে, বিষাক্ত মৌমাছি হুল ফুটিয়ে -
তাড়িয়ে দিয়েছে আমার চিঠি সমেত,
আর কোন বাহন ছিলোনা বলে আমি বড্ড নিরুপায়।

তোমার আমৃত্যু অপেক্ষার প্রহর দীর্ঘায়িত হোক
এ আমি না চাইলেও অপেক্ষার যবনিকা টানতে পারিনা,
মহা সময়ের পরতে পরতে আমার সহস্র বাঁধা
তবুও একদিন ঠিকই ঝরে পড়বো তোমার তৃষ্ণার্ত আঙ্গিনায়

এ আমার নিয়ত অঙ্গীকার।।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ