অগ্নিচিত্ত

বোকা মানুষ ৯ নভেম্বর ২০১৩, শনিবার, ০৯:০৬:২৪পূর্বাহ্ন কবিতা, মুক্তিযুদ্ধ, সাহিত্য ৩ মন্তব্য

বড় অসহায় বোধ করি আজকাল!

নিজেকে বড় বেমানান মনে হয়!

চারপাশে দেখি দুর্বিনীত শ্বাপদের দল,

নির্বিকার দাঁত বের করে হাসে মায়ের গ্লানিতে।

 

আর একদল লোভী দাঁতাল শুয়োর

ঘোঁত ঘোঁত করে জাবর কাটে মিথ্যের।

শকুনের ষড়যন্ত্র লুকায় ধর্মের নিষ্পাপ আবরণে,

নাপাক গর্ধভেরা ভাবে, আহা!

কি নুরানী বয়ান! মধুর ভাষা!

 

মর তোরা কোনও অলৌকিক মহামারিতে,

মা হোক মুক্ত, মায়ের সোনামুখ হাসুক আবার!

আমাদের সন্তানদের কসম!

এ মাটি, এদেশ কোনও নাপাকের না, হতে পারেনা।।

0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ