আমি যতটা আঘাতপ্রাপ্ত হয়েছি।
আমার জায়গায় যদি ঠিক তুমি ততটা আঘাতপ্রাপ্ত হতে? সেইদিন তুমিও ডায়রির পাতায় কিছু লিখে রাখতে।
আমার সদ্যজাত কবিতার আড়ালে তোমার জন্ম।
আমি তোমার মধ্য নিজেকে সৃষ্টি করতে গিয়ে
বরং আঘাতপ্রাপ্ত হলাম!
আমার কপালের অগ্রভাগ জুড়ে গোটা পৃথিবীর নীলাকাশ আর কিছুটা স্বপ্ন।
অবশেষে তা বিলীন হওয়ার পথে।
তোমার পার্সোনাল ডিকশনারিতে হাজারও ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে,
কিন্তু কাউকে আঘাত করে নয়।
দুদণ্ড প্রহর শেষে পুনরায় তোমার কাছে ফিরতে গিয়ে বারংবার কথার আঘাত আমায় বহন করতে হলো।
একবিংশের বৈধব্য সমাজে আমি যুবক। ধ্রুপধীর গা বেয়ে কালপেঁচার আত্তীকরণ।
চোখমুখ জুড়ে গোটা পৃথিবী দেখার স্বপ্ন।
সে স্বপ্ন অতিরিক্ত ভালোবাসার কাছে হেরে গিয়েছে।
ভালোবাসার বোহেমিয়ানের আশায় তোমার হৃদপিণ্ড জুড়ে আমার স্থান করতে গিয়ে অগত্যা দারচিনি দ্বীপের স্বপ্ন বুনেছি।
জলরাশির বুক বেয়ে বয়ে চলা হাঁসের ডানায় উষ্ণতার গন্ধ আর প্রভাতী কণ্ঠে তোমার গাওয়া রবীন্দ্রসংগীতে রোজ মোহিত হতাম।
আমি তো চেয়েছিলাম ইহকালের সমস্ত ক্লান্তির অবসান  ঘটাতে তোমার বাহুবন্ধনে।
বরং তুমি আমায় কাঙ্ক্ষিত স্বপ্নের পথ থেকে সরিয়ে সমুদ্র সফেনে ডুবালে। প্রকৃতির সান্নিধ্যে তোমায় নিয়ে ভালোবাসার স্বাদ আস্বাদনের স্বপ্নে আমি আজ হালভাঙা নাবিকের ন্যায় ভবঘুরে।
সিংহল সমুদ্র থেকে শ্রাবস্তী নগরী ঘুরেছি আমি তোমাতে আমার কল্পনার রূপ দিবো বলে।
আসলে আমি নিজেকে তৈরি করতে গিয়ে প্রতিবার একটা তোমাকে ভীষণ দরকার ছিলো।
অবশেষ ভাঙা মাস্তুলে পাল তুলে ফেরারি গোধূলীতে নিজে নিজেই আত্মমুক্তি পথ খুঁজে বেড়াচ্ছি।
এতটা দিন এতটা প্রহর কেটে গিয়েও বাস্তব সত্তার প্রতিফলিত রূপে আমি আঘাতপ্রাপ্ত।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ