হ্যাপি প্রপোজ ডে

কামরুল ইসলাম ৮ ফেব্রুয়ারি ২০২২, মঙ্গলবার, ০১:০৪:৩৮অপরাহ্ন কবিতা ৪ মন্তব্য

 

লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল

দোয়েলের শীষে বসন্তের আগমনী সুর

শাখে সবুজ পাতা,  মাঠে বুনোফুল

আলপনা ডানায় প্রজাপতির উড়াউড়ি

হিমেল হাওয়া দোল দিয়ে যায় সর্ষে ফুলে

পলাশ, শিমুল  সেজেছে তার নব রুপে

দোয়েল, কোয়েল জুট বেঁধেছে

ভালবাসার নতুন গানে

এমন ক্ষণে এমন দিনে , নিঃসঙ্গতার অবসানে

মনে জাগে প্রেম

হাজার গোলাপ লুটে এনে,  ভালবাসার নিবেদনে

তোমার তরে উজার করে দিলাম

আজ, পাখী গায় আর না গায়,

হ্যাপি প্রপোজ ডে তে শুধাই

যত ফুল ফুটে, যত পাখি  গায়,

তার ও বেশি, ভালবাসি তোমায় ।

 

 

রচনা কাল ঃ

০৮/০২/২০২২

অন দ্যা অয়ে

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ