শ্যাম-রুপে মন-প্রান নিলঃ রাধারমণ এর গান-৫

শিশির কনা ৬ ফেব্রুয়ারি ২০১৫, শুক্রবার, ১২:৪২:৩৩অপরাহ্ন সঙ্গীত ১৬ মন্তব্য

এখানে ক্লিক করে গানটি শুনুন আগে চোখ বন্ধ করে।এরপর আবার ক্লিক করে গানটি শুনতে থাকুন,চোখ খুলে গানের কথা পড়ুন,ভালো লাগবে আশা করি 🙂

আমার শ্যাম জানি কই রইলো গো ,
শ্যাম-রুপে মন-প্রান নিল।।
মন নিল প্রান নিল, নিল কুল মান গো,
শ্যাম-রুপে মন-প্রান নিল।

রুপপানে চাইতে চাইতে ও রুপ নয়নে লাগিল
রুপ সাগরের মধ্যে পন্থে ডুবাইয়া মারিল
শ্যাম-রুপে মন-প্রান নিল।

শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনল অনল জ্বলিয়া উঠিল
একবারই এনি দেখাও শ্যামরে প্রান গেল প্রান গেলগো
শ্যাম-রুপে মন-প্রান নিল।

ভাইবে রাধা রমন বলে আমার কি হইল কি হইল,
বিজলি চটকের মত  নয়নে লাগিলগো
শ্যাম-রুপে মন-প্রান নিল।

ইউ তিউব লিংক

রাধারমন দত্তঃ পূর্বের পোষ্ট সমুহের লিংক

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ