এখানে ক্লিক করে গানটি শুনুন আগে চোখ বন্ধ করে।এরপর আবার ক্লিক করে গানটি শুনতে থাকুন,চোখ খুলে গানের কথা পড়ুন,ভালো লাগবে আশা করি 🙂
আমার শ্যাম জানি কই রইলো গো ,
শ্যাম-রুপে মন-প্রান নিল।।
মন নিল প্রান নিল, নিল কুল মান গো,
শ্যাম-রুপে মন-প্রান নিল।
রুপপানে চাইতে চাইতে ও রুপ নয়নে লাগিল
রুপ সাগরের মধ্যে পন্থে ডুবাইয়া মারিল
শ্যাম-রুপে মন-প্রান নিল।
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনল অনল জ্বলিয়া উঠিল
একবারই এনি দেখাও শ্যামরে প্রান গেল প্রান গেলগো
শ্যাম-রুপে মন-প্রান নিল।
ভাইবে রাধা রমন বলে আমার কি হইল কি হইল,
বিজলি চটকের মত নয়নে লাগিলগো
শ্যাম-রুপে মন-প্রান নিল।
Thumbnails managed by ThumbPress
১৬টি মন্তব্য
খেয়ালী মেয়ে
শুনেছি, ডাউনলোডও করে নিয়েছি–গানটা আসলেই শ্রুতিমধুর (y)
শিশির কনা
খুব গভীরে নিয়ে যায় আমাকে এইসব গান আপু।
খেয়ালী মেয়ে
হুমমম গানের কথাগুলোই যে এমন–
শিশির কনা
হ্যা আপু -{@
আবু জাকারিয়া
আমি ডাইন লোড করিতে পারিলাম না।
শিশির কনা
কেনো ডাউনলোড করিতে পারলেন না তাহা বুঝিতে পারিলাম না।
খসড়া
ভাল লাগল
শিশির কনা
ধন্যবাদ আপু।
জিসান শা ইকরাম
ভালোই মজে আছেন রাধা রমনে। ভালো খুবই ভালো। গানটি সুন্দর।
শিশির কনা
একবার শুনলে বুঝা যায়না আসলে।কানে এয়ারফোন লাগিয়ে শুনলে বুঝবেন রাধারমন কি জিনিস 🙂
ছাইরাছ হেলাল
শুনতেই আছি,চোখ খুলতে পারব না।
শিশির কনা
চোখ না খোলাই ভাল,নেশা আছে এই গানে 🙂
স্মৃতির নদীগুলো এলোমেলো...
অনেক অনেক সুন্দর। ছুয়ে যাওয়া…
শিশির কনা
আমার পরিশ্রম সার্থক তাহলে -{@
প্রহেলিকা
আপনার সুবাধে এই গান শুনতে পেরেছি কতগুলো, এই জগত থেকে যেন হারিয়ে যাই খানিকের জন্য এমন গান শুনে। অসধারন। নিয়মিত ভক্ত হয়ে যাচ্ছি।
শিশির কনা
যতদিন রাধারমনে আছি ততদিন চলবে এই গান 🙂