শিরোনামহীন

বন্যা লিপি ১২ এপ্রিল ২০২২, মঙ্গলবার, ১২:২৭:০০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৬ মন্তব্য

আমার শেকল পরা হাত জানে, একটা শিশির ভেজা সকাল কখনো লেখা হয়নি।

একটা দুপুর জানে, আমার কাছ থেকে কি করে কেড়ে নেয়া হয়েছে নিস্তব্ধ প্রহরের গুনগুনানী।

পেরেক ফোঁটা পায়ের তালু জানে, সীমানা লঙ্ঘন করে কি করে রেখে এসেছে চিন্হ কাঁটাতারের ওপারে!

একটা ঝড়ের বিকেল জানে,  কি করে ঝড় আসার আগেই লিখে নিয়েছে আমার সমস্ত অনুভূতির দলিল!

রাতের পর রাত জানে,,,কি করে বিদ্ধংসী আঘাতে আঘাতে কেড়ে নেয়া হয়েছে স্বপ্ন দেখার ঘুম!

চুড়ি ভেঙে বসে গেছে কবজির রক্তনালীতে...

ফিনকি দিয়ে বাণ ছুটছে তো ছুটছেই....

এরপর কিসের আবদার আমার কাছে আর কোনো কিছুর?

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ