ভুলে থাকার আয়োজন

আগুন রঙের শিমুল ২৪ আগস্ট ২০১৮, শুক্রবার, ০৪:০২:১৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

নাগরিক শোকসভায় সন্তের নির্লিপ্তি নিয়ে বেঁচে  থাকি, প্রতিদিন বাঁচি। ঘন্টা মিনিটের হিসেবে। প্রলম্বিত কান্নার সুর বাজে আবহ সংগীতে। একটা অচল ঘড়ির কাটা থেমে আছে কিছু আলোর ভোর বুকপকেটে লুকিয়ে, তারমাঝে জ্বলে ওঠে একটা দুটো বাতি ....

... নীল বাতি, লাল বাতি, সবুজ বাতি আর ক্ষনস্থায়ী সাবধানতার হলুদ বাতি। ঢেউ হয়ে এসে নিশ্চিত অতীত দোলা দিয়ে যায় অস্থির বর্তমানে। নির্ভরতার নাম পাল্টে হয়েছে সূদূর, স্বর্গের ফুল নেমে এসে ধূলায় হারালে কোথায়?

কখনো বুঝি বৃষ্টি নামে চুপিসারে, অদ্ভুত কাঠিন্যের মুখোশ খুলে মানুষ হয়ে যেতে হয় কখনো। পুতুল হয়ে দাড়িয়ে আছি.....

তারপর, খসে পরা তারার মতো ভালোবাসা অনিশ্চিত টোকা দেয় বন্ধ দুয়ারে। ভুলে থাকার ছাই সরে যায় বাউড়ি বাতাসে। .... ভালবাসার ওমে পাশ ফিরে ঘুম নির্দয় স্বপ্নভুক। ভালোথাকি ভালোরাখি।

শোকে সন্তাপে সমান নির্বিকার ... বেঁচে থাকো, বাঁচিয়ে রাখো।

কত সুদীর্ঘ রাত যায়, কেটে যায় দিন
শূণ্যের ভেতরে একে যাই শূন্যতা,
কাটছে, কাটবে - এবং ফুরাবে এ জনম
একলাই ; তুমিও তোমার স্পর্শবিহীন।

 

সম্পুরক - আমায় একটু আড়াল দেবে কি, লুকোব 

 

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ