বৃষ্টি বিলাস

কামরুল ইসলাম ১০ জুন ২০২২, শুক্রবার, ০৬:২৮:১০পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

 

আসো,  বৃষ্টিতে ভিজি

তোমার ভেজা আঁচলে মুখ লুকিয়ে

বুকের উষ্ণ গন্ধ শুকি ।

রেশনি চুড়ির ঝনঝনানিতে

নেচে উঠি দুটি প্রাণ ।

ভেজা চুলের স্পর্শে

জেগে উঠি নতুন উদ্যেমে ।

সারা অঙ্গে বৃষ্টির উষ্ণতা মেখে

অষ্টেপৃষ্ঠে  জড়িয়ে থাকি

অনাদি কালের বাঁধনে দুজন ।

বৃষ্টির ফোটায় ফোটায় শিহরিত হই

ভালবাসার পরম আবৃতে ।

মেঘের গর্জনে,  অঝর বর্ষণে

ভেসে যাই দুজনে চরম প্রাপ্তিতে

দিগন্তের শেষ সীমানায় ।

রিমঝিম সুরে হৃদয়ের গভীরে

বেসুরে গেয়ে উঠি গান

" তোমাতে সপিলাম আমি

আমারো পরাণ খানি

বুকেতে রাখিবো গেঁথে

সাজিয়ে ভালবাসার রাণী  " ।

 

রচনা কাল  ঃ ১০/০৬/২০২২

ঢাকা

0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ