বরাবর , সোনেলা ব্লগ কর্তৃপক্ষ

সোনেলা রোদ্দুর ২৭ ফেব্রুয়ারি ২০১৪, বৃহস্পতিবার, ১২:১৩:৩২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

সোনেলা ব্লগ আয়োজিত একটি মিলন মেলা অনুষ্ঠিত হয়ে গেলো গত ১৪ ফেব্রুয়ারী । বিভিন্ন ব্লগের ব্লগারগন এবং সোনেলার শুভাকাঙ্ক্ষীগণ ঐ মিলন মেলায় অংশ নিয়েছিলেন বলে শুনেছি। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম , এ বিষয়ে কেউ কোন পোষ্ট বা কিছু লিখছেন না সোনেলা ব্লগে । এই গোপনীয়তার অর্থ কি ? মিলন মেলায় সোনেলা ব্লগের বেশ কিছু ব্লগারও অংশ নিয়েছেন । অথচ কোন ব্লগার একটি পোষ্ট দিলেন না । সোনেলা ব্লগ কর্তৃপক্ষ কি চাচ্ছেন না মিলন মেলার যাবতীয় তথ্য প্রকাশ না হোক ?

অন্য অনেক ব্লগ আছে , যেখানে সামান্য কয়েকজন ব্লগার আড্ডা দিলেও তা নিয়ে পোস্ট দিয়ে দেন । কিন্তু এই আড্ডা বা মিলন মেলায় প্রচুর অংশ গ্রহনকারী অংশ নেয়া সত্তেও কোন পোষ্ট আসলো না । আমরা যারা মিলন মেলায় অংশ নিতে পারিনি , আমাদের কি জানার অধিকার নেই মিলন মেলা সম্পর্কে ?

ফেইসবুকে দেখেছি ছবি । কিন্তু এখানে কেনো দেয়া হচ্ছে না ? সোনেলায় মিলন মেলার খবর জানাতে সমস্যা কোথায় ?

আপনারাই বলেন সোনেলা একটি পরিবার । আমরা কি তাহলে এই পরিবারের সদস্য নই ? আমরা কেনো জানবো না পরিবারের অন্যান্য সদস্য কতটা আনন্দ করেছেন মিলন মেলায় ? আমি পরিবারের একজন হিসেবে উপেক্ষিত হবো কেনো ?

জানতে চাই মিলন মেলাটি কেমন ছিল ।

 

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ