প্রমাণ

ফজলে রাব্বী সোয়েব ১২ ডিসেম্বর ২০২১, রবিবার, ১২:২৪:৫৬পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

যদি মনে করো আমাকে প্রমাণ করতে হবে,

তবে ভুল ভাবছো তুমি।

নিজেকে প্রমাণ করার কোন ইচ্ছেই

আমার কখনো হয়নি, হবে ও না।

যদি মনে করো নিজেকে প্রমাণ করাটাই জীবন,

ওটা হয়তো তোমার ধারনা হতে পারে,

আমি কে বা কি, তা অন্যরা বলবে।

আমাকে প্রমাণ করবে অন্যরা।

হয়তো সমালোচনা হবে, প্রশংসা হবে,

কিন্তু নিজেকে নিয়ে নিজে কিছু বলা

কখনোই মনে করি না সমীচীন।

 

তাই তো নিজস্ব গতিতে চলাই

আমার জীবন, যা হওয়া উচিত তোমারও

নিজেকে প্রমাণ না করার মধ্য দিয়ে।

 

২৯৪জন ২২০জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ