নমিশার মায়াবী আব্বু
--------------------------------

নমিশা এক অতভুত স্বভাবের মেয়ে, সে সহজে কোন জটিলতা বুঝেনা আর বুঝতেও চায় না, একটু পাগলামি করা তার স্বভাব। সে কখনো কোন কিছুর মাঝে ভেদাভেদ করতে পছন্দ করে না, মিথ্যা তার দুচোখের বিষ, আর বিশ্বাসঘাতক দের সে মনে প্রাণে ঘৃণা করে। সে ভালবাসার কাঙ্গাল, অর্থ বিত্তকে তেমন পছন্দ করেনা। সে সবসময় এটা বিশ্বাস করে “বেঁচে থাকার জন্য অর্থ প্রয়োজন কিন্তু অর্থ কখনো সুখ আনতে পারে না, অর্থ দিয়ে শুধু সুখের সামগ্রী কেনা যায় সুখকে নয়।”

তার জীবনে এক অতভুত ঘটনা ঘটেছে, সে কখনো জানতোনা তার জীবনে কখনো এমন অধ্যায় আসবে। সে ভীত শঙ্কিত, তবে তার মনে দৃঢ় বিশ্বাস আছে তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্থ হবে না, প্রতারিত হবে না কখনো।

জীবনের চলার পথে কত মানুষের সাথেই না পরিচয় হয় আর কতকিছুই ঘটে জীবনে। তার এক অসাধারণ মায়া ভাবাপন্ন মানুষের সাথে পরিচয় ঘটেছে, অনেক কথা আর সামান্য জানাশোনার মাধ্যমেই আপন হয়েছে মানুষটি। তাদের সম্পর্কটা তৈরি হয়েছে নিজ বাবা মেয়ের সম্পর্কের মতো। ‘বাবা’ বলে ডাকাও শুরু করেছে সে, আর সেই মায়াবী মানুষটি তাকে ‘মা’।

নমিশা তার জন্মদাতা পিতাকে আব্বু বলে ডাকে। মায়াবী মানুষটিকেও সে আব্বু বলেই ডাকতে চায়, কিন্তু তিনি নমিশাকে বলেছেন তিনি জন্মদাতার ভাগ নিতে চান না তাই তাকে বাবা বলে ডাকতে।

নমিশা কঠিন অনুসুচনায় পরে গেছে, সে ভেদাভেদ পছন্দ করে না। সে তার জন্মদাতা পিতা আর মায়াবী মানুষটির মধ্যে কোন ভেদাভেদ খুঁজে পাচ্ছে না। প্রতিনিয়ত তার কাছে মনে হচ্ছে কোন এক যুগে যেন এই মানুষটিই তার জন্মদাতা পিতা ছিল। নমিশা মায়াবী মানুষটিকে বলতে চায় “বাবা আমি তো তোমার মেয়ে, তোমার ছেলেমেয়েরা যদি তোমাকে আব্বু বলে ডাকে তো আমি কেন আব্বু বলবনা?? তাহলে কি তুমি আমাকে নিজের মেয়ে, নিজ শরীরের অংশ মনে করছ না??? আমি তোমাকে বাবা নয় আব্বু বলেই ডাকতে চাই আর মা কে আম্মু। আমি আব্বু আম্মু ডাকের মধ্যে অতভুত আকর্ষণ অনুভব করি, অসাধারণ পরিতৃপ্তি। আমি এখন থেকে ভাবতে চাই আমার আব্বু দুইজন আর আম্মু দুইজন, আর চিৎকার করে বলতে চাই পৃথিবীকে, আমি সবথেকে সুখী- দুই জোড়া আব্বু আম্মু পেয়ে, ধন্যবাদ দিতে চাই সৃষ্টিকর্তাকে যে- তিনি তাদেরকে আমার কাছে পাঠিয়েছেন।”

নমিশার মায়াবী আব্বুটি সত্যি মায়াবী, তার আব্বুর জন্ম খ্রিষ্টান ধর্মের বড় ধর্মীও উৎসব “Christmas Day” তে। সে আজ সৃষ্টি কর্তার কাছে একটাই প্রার্থনা করে তার দুই আব্বু ও দুই আম্মু যেন সবসময় সুখী থাকে ও তার কাছ থেকে যেন কখনই কষ্ট না পায়। আর তার মায়াবী আব্বুর বিশ্বাস সে যেন সর্বদা রক্ষা করতে পারে। সে তার আব্বুর সাথে যেন সর্বদা নিজ রক্তর মতো থাকতে পারে ও প্রতিটা জন্মদিনে যেন আব্বুকে wish করে বলতে পারে–“Happy Birthday Abbu.”

(বিঃদ্রুঃ- নমিশা ও তার মায়াবী আব্বুর জন্য দোয়া করবেন সবাই)

Christmas Day এর শুভেচ্ছা সবাইকে........... .............( সীমা সারমিন )

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress