কিছু গান হৃদয়কে এমন ভাবে ছুঁয়ে যায় তাতে আচ্ছন্ন থাকি সারাক্ষন।হৃদ মাঝারে গেঁথে যায়।মুখে না গাইলেও, কানে না শুনলেও গাইতে থাকি মনে মনে, বাজতে থাকে হৃদয়ের মাঝে থাকা ডিভিডি প্লেয়ারে,বারবার অবিরাম। হয়ত অনেকেরই ভালো লাগবেনা এমন গান।হয়ত লাগবে।
কি আছে এই গানে? এই প্রশ্নের উত্তর আমার কাছে একটিই; কি নেই এই গানে? ক্ষনস্থায়ী এই জীবনটি কখন শুরু হয় কখন শেষ হয়ে যায় বুঝতেই পারিনা আমরা। শুরু হতে না হতেই শেষ।অথচ এই স্বল্প সময়ের জীবনে আমরা কত কিছুই না করি। হিংসা, হিংস্রতা,বিদ্বেষ,দ্বন্দ্ব, হানাহানি,আনন্দে ভুলে যাই একদিন এসবের পরিসমাপ্তি হবে,হবেই হবে।
দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি
বাঁধিছেন ঘর মিছা, মিছা
ও দিনে দিনে..................
আসুন গানটি এবার সম্পুর্ন পড়ে নেইঃ
দিনে দিনে খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি গো সাঁইজি কোন রঙে।
বাঁধিছেন ঘর মিছা, মিছা দন্ধ মাঝে গোসাঁইজি ... কোন রঙে।
পোষ্ট উৎসর্গ:
আমার শ্রদ্ধায় ভালোবাসায় যিনি মিশে আছেন,সেই শুন্য শুন্যালয় আপুকে।যিনি এই গানটি আমি বলা মাত্র লিখে দিয়েছেন,যিনি আমাকে বাবুই বলে ডাকেন।আমি জানি আমি আছি তাঁর শুন্যালয়ে ভালোবাসার একজন হয়।
Thumbnails managed by ThumbPress
৭২টি মন্তব্য
শুন্য শুন্যালয়
গানের কথাগুলো অদ্ভূত সুন্দর। আর এই সুরটা আমাকে অনেক টানে, ভালো না লেগেই পারেনা। তোমার ছবিগুলো যেন গানের কথাগুলো সুর করে শোনালো।
জীবন ক্ষণস্থায়ী, এই বোধটি আমাদের ভেতর থাকলে, কোন অশুভ বলেই কিছু থাকতোনা। গান যদি খানিক ভাবায়, তবে তাই সই।
লিখে দেবার সময় তো ভাবিনি তুমি আমাকেই লেখাটি উৎসর্গ করছো। কি বলবো তোমায়? তুমি আমার শুন্যালয়ে আছো, এর বেশি কিছু বলার আর দেবারও নেই আসলে। ভালো থেকো তুমি বাবুই।
লীলাবতী
গত কয়েকদিন একটা গেনে চলেছি গানটি।মুখ থেমে যায় তো কানে বাজতেই থাকে গান। ভাবাচ্ছে গানটি খুব আমাকে।আমি জানি তো আমি আছি আপনার শুন্যালয়ে।লাভ ইউ আপু (3
শুন্য শুন্যালয়
তোমার কন্ঠে গান শুনবো ভত্তাবউ। কবে শোনাবে?
লীলাবতী
আচ্ছা শোনাবো কোন একদিন 🙂
নীতেশ বড়ুয়া
আমিও শুনবো \|/
শুন্য শুন্যালয়
আচ্ছা পুরো গান শুনতে হবে কিন্তু, পালাতে পারবিনা। :p @দাদাভাই
নাহ্ আমি জানি, লীলাবতীর কন্ঠ খুব সুন্দর। (3
লীলাবতী
দড়ি দিয়ে বেঁধে শুনাবো, যাতে পালাতে না পারে কেহ 🙂
নীতেশ বড়ুয়া
এই তো জীবন… আর কিছুই বলার নেই।
নীতেশ বড়ুয়া
গানের লিংক কাজ করে না 🙁
লীলাবতী
এখন লিংক কাজ করে ভাইয়া 🙂 :p
লীলাবতী
হ্যা এইত জীবন ভাইয়া।
নীতেশ বড়ুয়া
-{@
লীলাবতী
🙂 -{@
নীতেশ বড়ুয়া
😀 আন্টি ভাল আছেন এখন? বেটার?
লীলাবতী
আজ বেশ ভালো আছেন আম্মু, ধন্যবাদ ভাইয়া।
নীতেশ বড়ুয়া
আন্টির জন্য -{@ (3
ছাইরাছ হেলাল
সময় স্রোতে সবই হারায়, সেখানে রঙ্গীন বা রংহীন কোন দালান ই টিকে থাকে না।
তবে কিছু সম্পর্ক রয়েই যায় সময় উজিয়ে।
জায়গা মত উৎসর্গটি পড়েছে।
লীলাবতী
জি ভাইয়া কিছু সম্পর্ক রয়েই যায় সময় উজিয়ে। জায়গা মত মানে,এত মায়া শুন্য আপু জমিয়ে রেখেছেন যে সব পোষ্ট তাঁকে উৎসর্গ করতে ইচ্ছে করে 🙂
শুন্য শুন্যালয়
আমিতো সব মন্তব্য পড়িনা 🙂
লীলাবতী (3
লীলাবতী
আমি জানি তো আপনি সব মন্তব্য পড়েন না।
লীলাবতী
শুন্য আপু (3 (3
শুন্য শুন্যালয়
আমি সব লেখা তোমাকে দেবোনা, তোমাকে নিয়েই লিখবো। 🙂 (3
লীলাবতী
অনেকের চোখ কিন্তু খোলা,রঙ ট্যাগ না পাই আবার :p
অরুনি মায়া
গান আসলে শধু গান নয় , এক একটি ইতিহাস | এক একটি গানের সাথে এক একটি ঘটনা জড়িয়ে আছে | একটা সময় প্রচুর গান শুনতাম ,কিন্তু জীবনের কিছু তিক্ত অভিজ্ঞতার কারণে এখন আর শুনিনা |
লীলাবতী
অত্যন্ত সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। -{@ আবার গান শোনা আরম্ভ করুন 🙂
অরুনি মায়া
হেডফোন টা নিয়েও রেখে দেই | কেন যেন ইচ্ছে আর হয়না
জিসান শা ইকরাম
আমি এই গানটি পুর্বে আর শুনিনি
অসাধারন কথা মালা আর মেলোডি যুক্ত গানটি শেয়ার করার জন্য ধন্যবাদ
গানের কথা গুলো হৃদয়ে গেঁথে গেলো।
গানের সাথে মিল রেখে ফটোর নির্বাচন সুন্দর হয়েছে।
লীলাবতী
আমার ফটো নির্বাচন সব সময়ই ভালো হয়,এ আর নতুন কি? :p
জিসান শা ইকরাম
হ্যা হ্যা, ভুলেই গিয়েছিলাম আমি।
লীলাবতী
🙂
অপার্থিব
গান শুনলাম, ভাল লাগলো। পাপনের গান শুনতে অবশ্য ভালই লাগে। আর ভাল কথা জন্মদিনের শুভেচ্ছা। বেঁচে থাকাটিকে আনন্দময় করে আরো অনেকদিন বাঁচুন… শুভ কামনা রইলো…
লীলাবতী
ধন্যবাদ ভাইয়া।শুভেচ্ছা আপনাকে -{@
দীপংকর চন্দ
অনেক অনেক ভালো লাগলো সংগীত।
মুগ্ধতা উপস্থাপনে!
অনেক অনেক শুভ হোক জন্মদিন।
শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়।
লীলাবতী
শুভেচ্ছা সহ ধন্যবাদ ভাইয়া -{@
আবু খায়ের আনিছ
আমি আবার একটু খুতঁখুতেঁ স্বভাবের গান শুনা নিয়ে। আমি গানের দুইটা দিক খেয়াল করে গান শুনি, গানের অর্থ আর সুর। কোন একটার মিস হলে সেই গানের শ্রোতা আমি হতে পারি না।
গানটি আগে শুনিনি, আজই প্রথম শুনলাম। অর্থগুলো সুন্দর। ভালো লাগল আরো বেশি তোমার ছবি সহ উপস্থাপন দেখে।
অভিজ্ঞতা একটা কথা আছে, মানুষের ভিন্ন বয়সে ভাবনাগুলো ভিন্ন হয়। যদি এই ভাবনাগুলোর সমন্বয় করা যেত সব বয়সে তাহলে কি হত একাবার ভেবে দেখ।
লীলাবতী
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে এত গুছানো মন্তব্যের জন্য -{@
আপনার মত আমিও একটু খুতঁখুতেঁ স্বভাবের কথা বার্তায় ভাইয়া। অনেক আগে আমি ফেইসবুকে একটা ষ্টাটাস দিয়েছিলাম, যাদের বয়স ৩০ এর বেশী,তারাই শুধু আমাকে তুমি বলবেন, এ বিষয়ে।আপনি কি আমার ফেইসবুকে আছেন?মনে হয় আমার সে লেখা দেখেননি 🙂
আবু খায়ের আনিছ
না আপু আমি একমাত্র জিসান ভাইয়া ছাড়া আর কারো সাথে এড নাই। আমি আন্তরিক ভাবে দুঃখিত এত বড় সাহস দেখানোর জন্য। ২৫ এর কোটা পার হয়নি আমার। আর কখনো এমন হবে না। 🙂
লীলাবতী
গোলাপের শুভেচ্ছা ভাইয়া -{@ -{@
মারজানা ফেরদৌস রুবা
ক্ষণস্থায়ী এই জীবনের কথা যদি মানুষ মননে ধারন করে পথ চলতে পারতো, তো দুনিয়ায় হিংসা-দ্বেষ, খুনোখুনি কিছুই থাকতো না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা মায়াজালে জড়িয়ে এর কিছুই মনে রাখতে পারিনা। সবকিছুর চিরস্থায়ী বন্ধবস্ত করতে মরিয়া হয়ে উঠি।
লীলাবতীর উপস্থাপনা সব সময়ই ভিন্ন ধাঁচের। শুভেচ্ছা অনেক -{@
গানটা পড়ে শুনে নেবো।
লীলাবতী
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।আপনাকে এমন একটিভ দেখতে ভালো লাগে আপু।কেন জানি নির্ভরতা পাই আপনার মাঝে। -{@
মারজানা ফেরদৌস রুবা
ওরে ময়না রে! আমিও তো তাই চাই। ভালো কথা তোমার মা কেমন?
লীলাবতী
ধন্যবাদ আপু।আপনাদের দোয়ায় মা বেশ ভালো 🙂
স্বপ্ন নীলা
গানটি আগে শুনি নাই, কিন্তু গানটি আপনি এত সুন্দর করে ছবিসহ উপস্থাপনা করেছেন যে আমার মনের কোঠায় জমা পড়ে রইল — অসাধারণ লীলা আপু
লীলাবতী
আপনাকে অনেকদিন পরে দেখলাম আপু।ধন্যবাদ প্রিয় আপু -{@
অরুণিমা
দারুন বলেছেন লীলাবতী দি। গানটাও সুন্দর। গান ভাবাচ্ছিল। জানেন তো বয়স হলে মেয়েদেরই সমস্যা হতাশায় ভোগে স্বামীদের মন না অন্যদিকে পালিয়ে যায়।
লীলাবতী
ভালোই বলেছেন অরুদি 🙂 -{@
নাসির সারওয়ার
গানতো প্রানের কথাই বলে তা যে যানরারই (genre) হোক না কেনো।
এই গানটা আগে কখনো কেনোযে শোনা হয়নি! ছবিগুলোর মিশ্রণ অসম্ভব রকম ভালো হয়েছে।
লীলাবতী
সবার ভালো লেগেছে,আমার চেষ্টা সফল হলো।ধন্যবাদ ভাইয়া।
রিমি রুম্মান
পোস্টটি পড়ার পাশাপাশি ফোনে সার্চ দিয়ে গানটি শুনছিলাম।
গানটি শুনতে শুনতে ছবিগুলো দেখছি। অদ্ভুত এক ভাললাগাময় অনুভূতি।
ধন্যবাদ দু’জনকেই। লীলা’পু … শুন্য আপু __ দু’ জন প্রিয়জন। -{@
লীলাবতী
আপনাকেও ধন্যবাদ প্রিয় আপু।অনেক দিন পরে দেখলাম আপনার হসি মাখা মুখ 🙂
নীলাঞ্জনা নীলা
গানটা প্রথম শুনলাম। আর মন ছোঁয়ার মতো। -{@
লীলাবতী
যাক শান্তি পেলাম,আপনার মন ছুঁয়ে যাওয়া মানে তো সঠিক গান পোষ্ট করেছি -{@
নীলাঞ্জনা নীলা
আপনি সব সময়ই ভালো গান পোষ্ট করেন। -{@
লীলাবতী
আপনি যে গান পাগলী তা আমি জানি 🙂
মেহেরী তাজ
অ শুন্যালয়ে শুধু আপনি একাই আছেন নাকি?? ;? আমি চারদিন ব্যস্ত ছিলাম কি তাতেই এই অবস্থা। :@
লীলাবতী
তুমি কোথায় ছিলে এতদিন তাজ?কত মিস করি তোমাকে জানো তুমি?ফেইসবুকেও মেসেজ দিয়েছি,পড়েও দেখেনা কেউ 🙁 আমাদের মাথায় তাজ যদি না থাকে,ভালো লাগবে আমাদের বলো? কেমন আছো তুমি?
মেহেরী তাজ
আলহামদুলিল্লাহ্ আপু ভালো আছি। খুব ব্যস্ত আপু। ফেসবুক তো অফ দেখবো কি ভাবে?? আপনি একা মিস করেন নি আমিও করেছি। চলে এসেছি আপু….. 🙂
লীলাবতী
আলহামদুলিল্লাহ 🙂 আর কিন্তু যাওয়া চলবে না।পড়াশুনা নিয়ে ব্যস্ততা বাদ দিয়ে অন্য কোন ব্যস্ততার আবেদন গ্রহন করা হবে না :p কত্ত ভালোবাসি আমরা তোমাকে -{@ (3
নীতেশ বড়ুয়া
ইয়াহ ঠা ঠা ঠা ঠা ঠাহ=> (3 (3 (3 (3 (3 তাজা বন্দুকের তাজা গুলতির সাথে 😀
মিথুন
এভাবে কেউ আমাকে মিস করেনা, একদিন সত্যি সত্যি হারিয়ে যাব 🙁
লীলাবতী
মিথুন আপনাকে নিয়ে সবাই আমার উদ্বিগ্ন ছিলাম।স্বপ্ন ভাইয়া আপনার হাত পা ভেঙ্গে ফেলেছে কিনা এই চিন্তায় অস্থির ছিলাম।
মিথুন
গানটির কথাগুলো দারুন তো, আগে শুনিনি এটি। কথার সাথে এভাবে ছবি মিলিয়ে দিলে প্রানবন্ত লাগে, বাল্যকালের গাছে ঝোলার ছবিটা বেশ সুন্দর। পোস্ট ভালো হয়েছে আপু……………
লীলাবতী
ধন্যবাদ মিথুন।আপনাকে নিয়ে খুবই চিন্তায় ছিলাম।স্বপ্ন ভাইয়া যে পোষ্ট দিলেন মারামারির 🙁 সুস্থ্য আছেন তো আপনি?
মিথুন
হ্যাঁ আপু এখন সুস্থ, আবার মারামারির জন্য প্রস্তুত হচ্ছি। 😀 কি এক পোস্ট দিলো স্বপ্ন, সবার মাথা খারাপ। ও খুব দুস্টু, ওর কথা বিশ্বাস করবেন না। আমরা ভালো আছি আপু। আপনি ভালো আছেন?
শুভ্র রফিক
অনেক ভাল লাগল।
লীলাবতী
ধন্যবাদ আপনাকে শুভ্র ভাই।
ইকবাল কবীর
গানের কথা গুলি সুন্দর এবং বাস্তব।ক্ষনিকের এই পৃথ্বীতে আমরা এত আয়োজন করি, এত ব্যাস্ত থাকি, এত অজানা ভুবনে হারিয়ে যাই যে নিজেকে নিয়ে ভাবার সময় নাই।
লীলাবতী
সঠিক বলেছেন ভাইয়া। ” ক্ষনিকের এই পৃথ্বীতে আমরা এত আয়োজন করি, এত ব্যাস্ত থাকি, এত অজানা ভুবনে হারিয়ে যাই যে নিজেকে নিয়ে ভাবার সময় নাই। ” (y)
গানটির কথা এত ভালো লেগেছিল যে কিছু ছবি সংগ্রহ করে পোষ্ট দিয়ে দিলাম।
নীলাঞ্জনা নীলা
লীলাবতীদি কেমন আছেন আপনি?
আপনার এই লেখাটি এ সপ্তাহের সেরা লেখার মধ্যে এলো। আমি তো অবাক। ২০১৫ সালের নভেম্বরের লেখা ২০১৬ সালের সেপ্টেম্বরে! তবে ভালোই হলো গানটা আবার শোনা হলো।
লীলাবতী
ভাল আছি নীলাদিদি। আপনি কেমন আছেন? অবাক কেন দিদি? ২০১৩ এর লেখাও যদি এই সপ্তাহে বেশি পাঠক পড়েন তা শীর্ষ পঠিত লেখায় চলে আসবে। যতটা আমি জানি সোনেলার ৬০% পাঠক আসেন গুগল সার্চ থেকে। গানটি আমার খুব প্রিয়।
নীলাঞ্জনা নীলা
ওহ আমি আসলে এতোকিছু জানিনা তো লীলাবতীদি।
তবে মজা পেয়েছি আমি যেদিন মন্তব্য করলাম, তার পরদিনই আপনি এলেন। খুব ভালো লাগছে আপনাকে দেখে।
আমি ভালো আছি অনেক। ভালো থাকুন।
লীলাবতী
সোনেলায় আপনার উপস্থিতি আমাকেও আনন্দ দেয় দিদি। আপনিও ভাল থাকুন।