কিছু গান হৃদয়কে এমন ভাবে ছুঁয়ে যায় তাতে আচ্ছন্ন থাকি সারাক্ষন।হৃদ মাঝারে গেঁথে যায়।মুখে না গাইলেও, কানে না শুনলেও গাইতে থাকি মনে মনে, বাজতে থাকে হৃদয়ের মাঝে থাকা ডিভিডি প্লেয়ারে,বারবার অবিরাম। হয়ত অনেকেরই ভালো লাগবেনা এমন গান।হয়ত লাগবে।
কি আছে এই গানে? এই প্রশ্নের উত্তর আমার কাছে একটিই; কি নেই এই গানে? ক্ষনস্থায়ী এই জীবনটি কখন শুরু হয় কখন শেষ হয়ে যায় বুঝতেই পারিনা আমরা। শুরু হতে না হতেই শেষ।অথচ এই স্বল্প সময়ের জীবনে আমরা কত কিছুই না করি। হিংসা, হিংস্রতা,বিদ্বেষ,দ্বন্দ্ব, হানাহানি,আনন্দে ভুলে যাই একদিন এসবের পরিসমাপ্তি হবে,হবেই হবে।

10

দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি

13
ও দিনে দিনে
ও দিনে দিনে  খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি গো সাঁইজি কোন রঙে।
2
ও দিনে দিনে  খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি গো সাঁইজি কোন রঙে।

বাঁধিছেন ঘর মিছা, মিছা দ্বন্দ্ব মাঝে গোসাঁইজি ... কোন রঙে।
ও দিনে দিনে..................

14
বাল্য না কাল গেলো হাসিতে খেলিতে
11
3
যৌবন কাল গেলো রঙ্গে
7
বাল্য না কাল গেলো হাসিতে খেলিতে

Inner_01111_226621234
যৌবন কাল গেলো রঙ্গ1
আর বৃদ্ধ না কাল গেলো ভাবিতে চিন্তিতে
12
আর বৃদ্ধ না কাল গেলো ভাবিতে চিন্তিতে
9
গুরু ভজিবো কোন কালে, গোঁসাইজী ... কোন রঙে
ও দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গোঁসাইজী ... কোন রঙে.........
 ও দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গোঁসাইজী ... কোন রঙে.........
.

আসুন গানটি এবার সম্পুর্ন পড়ে নেইঃ
দিনে দিনে খসিয়া পড়িবে
রঙ্গিলা দালানের মাটি গো সাঁইজি কোন রঙে।
বাঁধিছেন ঘর মিছা, মিছা দন্ধ মাঝে গোসাঁইজি ... কোন রঙে।

বাল্য না কাল গেলো হাসিতে খেলিতে
যৌবন কাল গেলো রঙ্গে
আর বৃদ্ধ না কাল গেলো ভাবিতে চিন্তিতে গুরু ভজিবো কোন কালে, গোঁসাইজী ... কোন রঙে।
ও দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গোঁসাইজী ... কোন রঙে।
.

পোষ্ট উৎসর্গ:
আমার শ্রদ্ধায় ভালোবাসায় যিনি মিশে আছেন,সেই শুন্য শুন্যালয় আপুকে।যিনি এই গানটি আমি বলা মাত্র লিখে দিয়েছেন,যিনি আমাকে বাবুই বলে ডাকেন।আমি জানি আমি আছি তাঁর শুন্যালয়ে ভালোবাসার একজন হয়।

0 Shares

৭২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ