১.
ভোর বেলাতে সূর্য যখন
ছড়ায় প্রথম আলো,
হৃদয় মাঝে ডেকে উঠে-
জ্বালো আগুন জ্বালো।

২.
তোমার মনের হার্ডড্রাইভে
করছি ডাটা এন্ট্রি,
বন্দী আমি জেলখানাতে
তুমি তাতে সেন্ট্রি !

৩.
রবি ঠাকুর, লালন ফকির
সবার গানই ফেল,
গান ও প্রানের উর্দ্ধে তুমি
নিজেই মটার শেল।

৪.
মনের মাঝে আগুন ছিল
অশ্রু দিল নিভিয়ে,
বাকি ছিল হৃদয়টুকুন
সেটাও খেলে চিবিয়ে।। ;(

৫.
চোখের তারায় ঝিকিমিকি
ঠোঁটে গর্ব, হাসি....
কি সুখ পেলে আমায় মেরে?
ওগো সর্বনাশী।।

৬.
মারো আমায় আশ মিটিয়ে
যেটা খুশি কর্গে,
আমার শোধ তুলব আমি
পরকালে স্বর্গে।।

প্রথম প্রকাশ: উন্মাদ, ২০০৩।দ্বীতিয় প্রকাশ আলপিন এবং ভিমরুল। \|/

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ