ঋণী
-শুভ মালাকার
এনেছি কত কি যে,
দিলাম না কিছুই।
যখনি যাই সম্মুখে,
শুধু আনিতেই যে চাই।
দিব দিব করি;
দিতে নাহি পারি।
চাই কিছু দিতে,
তাদের ঋণ শোধিতে।
স্রষ্টার চেয়ে বেশি ঋণী;
সেই পিতা-মাতার কাছে।
করে নেয় চোখের মনি,
তাদের ছাড়া জগতে কেই বা আছে।
ঋণ শোধিতে পারিবনা;
চাই শুধু ফুটাতে মুখের হাসি।
দুঃখ তাদের ছোয়াব না,
বেশি ভাল তাদের কেই তো বাসি।
(২৫-মে,২০১১ইং)
Thumbnails managed by ThumbPress
৬টি মন্তব্য
ইলিয়াস মাসুদ
দারুণ ! এভাবেই যেন সবার ভাবনায় ছেয়ে থাকে মা বাবা
শুভ মালাকার
তাদের ছাড়া কেউই কখনই পারেনিও আর পারবেও না আদর্শতায় পৌছতে।
ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন। -{@
নীলাঞ্জনা নীলা
বাবা-মা ছাড়া পৃথিবী অনেক শূণ্য।
শুভ মালাকার
আমি পূর্ণ থাকতে চাই।
ভাল থাকবেন আপনি। -{@
জিসান শা ইকরাম
মা বাবার ঋণ শোধ করা যায় না।
ভাল লিখেছেন।
শুভ কামনা।
শুভ মালাকার
“ঋণ শোধিতে পারিবনা;
চাই শুধু ফুটাতে মুখের হাসি।
দুঃখ তাদের ছোয়াব না,
বেশি ভাল তাদের কেই তো বাসি।”
*** আজীবন তাদের কেই ভালবাসতেই চাই।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি ভাল থাকবেন। -{@